আয়া সোফিয়া যেদিন অর্থোডক্স থেকে ক্যাথলিক গীর্জায় রুপান্তর হয় সেদিন সেখানে উপস্থিত কে যেন বলে উঠেছিলেন, “এভাবেই একদিন এখানে মসজিদ হবে”।
যেদিন আয়া সোফিয়া সত্যি সত্যি মসজিদ হলো সেদিন ঐ একই ব্যাক্তিকে আবার দেখা গেলো, তিনি সেদিন বললেন, “এখানেই একদিন হনুমানের পুজো হবে”।
২৫ শে ফেব্রুয়ারী, দিল্লীতে সেই একই ব্যাক্তিকে আবার দেখা গেলো, তিনি আজ বললেন, “কাল যদি এখানেই বুদ্ধ তাঁর আস্তানা গাড়েন, তখনও আমি এখানে থাকব; দখলদারিত্বের বিরুদ্ধে থাকবে আমার নীরব প্রতিবাদ।”
Tag: আস্তানা
-
নীরব প্রতিবাদ
-
গড়তে শিখে নাই
সেদিন একটা পোষ্ট দেখলাম মুর্তি ভাঙ্গার গান, আজ দেখলাম শাহবাগে হচ্ছে আস্তানা ভাঙ্গার গান।
হারামখোরগুলা ভাঙতেই শিখছে শুধু, সম্প্রীতি গড়তে শিখে নাই।