Tag: আশ্রয়

  • প্রার্থণা

    আমি গোলাপের কচি কলির মতো ভঙ্গুর,
    বন্ধু, আমার একটুখানি যত্ন নিও।
    পুবাল হাওয়ায় আমি ভেঙ্গে যেতে পারি,
    তোমার আঁচল তলে একটু আশ্রয় দিও।
  • আশ্রয়

    হ্যারে জিগাইলাম- আমার লাইগা জীবন দিবার পারবা?
    কয়- না, আমি তোমারে লইয়া একখান জীবন পার করবার চাই, মরণের কালে তোমারে লইয়াই মরবার চাই।

    #আশ্রয় #জীবন #মৃত্যু #মরণ #সুখ
  • আশ্রয়

    হ্যারে জিগাইলাম, তুমি কি বনলতা সেন হইবা?
    কয়- না, আমি তোমারে দুই দন্ডের সুখ দিবার চাই না। আজীবন তোমারে আগলাইয়া রাখুম।
    
    #আশ্রয় #বনলতাসেন #সুখ #জীবন
  • তুমিই

    তোমার চোখেই আশ্রয় সখি,
    তোমার চোখেই সর্বনাশ।
    তুমিই আমার কাব্য সখি,
    তুমিই ছাইপাশ।
  • লেবু ও ডাষ্টবিন

    লেবুর মত কচলে নিলি আমায়-

    অবশেষে ময়লার ঝুড়িতেই আমার আশ্রয়।