ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

আশ্রয়

হ্যারে জিগাইলাম- আমার লাইগা জীবন দিবার পারবা?কয়- না, আমি তোমারে লইয়া একখান জীবন পার করবার চাই, মরণের কালে তোমারে লইয়াই মরবার চাই।#আশ্রয় #জীবন #মৃত্যু #মরণ

আশ্রয়

হ্যারে জিগাইলাম, তুমি কি বনলতা সেন হইবা? কয়- না, আমি তোমারে দুই দন্ডের সুখ দিবার চাই না। আজীবন তোমারে আগলাইয়া রাখুম। #আশ্রয় #বনলতাসেন #সুখ #জীবন

তুমিই

তোমার চোখেই আশ্রয় সখি, তোমার চোখেই সর্বনাশ। তুমিই আমার কাব্য সখি, তুমিই ছাইপাশ।