ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

রাতের আঁধার

সখি, দিনের আলোর মতো রাতের আঁধারও সত্য, তবু আমরা কেন দিনের আলোকেই কেবল সত্যি মনে করি? #সখি #রাত #আঁধার #দিন #আলো #সত্য

তোমার মন ভালো হয়ে যাক

তোমার মন খারাপের ক্ষণগুলো কেটে যাক আলোর গতিতে, সুখের ক্ষণ হোক বেহেস্তি শতবর্ষের সমান। #তোমার #মন #খারাপ #ক্ষণ #আলো #গতি #সুখ #বেহেস্ত #বর্ষ

আঁতুর ঘর

ইনবক্স নোটিফিকেশনে লাল রঙ্গে ১ লেখা দেখে ক্লিক করলো মালিহা, চাঁদ রাতে যেন পূর্ণিমার আলো ছড়ালো তার মনে।জয় সুন্দর একটা স্টিকার পাঠিয়েছে, তাতে লেখা “আই

বঙ্গভূমি

হৃদয়ের গহীনে-অতীব যতনে,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। অ থেকে চন্দ্রবিন্দু-শুণ্য থেকে অসীম সিন্ধু,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। আদি থেকে অন্ত-সীমা থেকে দিগন্ত,রয়েছো তুমি-হে বঙ্গভূমি। ভোরের আলোয়-রাতের কালোয়,রয়েছো তুমি-হে বঙ্গভূমি।

শিউলী

এভাবেই চলে যেও না,ভোরটা হতে দাও-ভোরের আলোয় একটু তোমায় দেখি।

আলো

যে আমারে বাসবে ভাল, তার ঘরেই জ্বালবো আলো…

দলকানা

চিকিৎসা বিজ্ঞান হয়তো অমরত্ব পর্যন্ত পৌঁছে যাবে একদিন, কিন্তু দলকানাদের চোখে কোনদিন আলো জ্বালতে পারবে না।

দেওয়ালী

এই দেওয়ালীতে তুমি আসবে তো আমার ঘরে আলো জ্বেলে? আমি ঘর অন্ধকার করে বসে র’বো তোমার আশায়।

অবহেলা

কেন এই অবহেলা হে প্রিয়তমা, বাহিরে পূর্ণ চাঁদের তলে দখিনা বায়ুর তালে নৃত্য করে সর্গের অপ্সরা উর্বশী-সুপ্রিয়া-মেনকা। হৃদয়ের কপাটে খিল দিয়ে পাহারায় তুমি, ভিতরে আমি