Tag: আমি

  • গোলাপের গন্ধ

    তাহার জন্য জুতো জোড়া,
    তাহার জন্য কদম গাছের ডাল,
    তাহার জন্য সকাল বেলার-
    পান্তা ভাতে কাঁচা মরিচের ঝাল।

    তাহার জন্য রঙ্গিন সুতো,
    নাটাই ছেঁড়া ঘুড়ি,
    এতো কিছুর পরেও ক্যান-
    মন দিবি না ছুঁড়ি?

    মন দিবি না ভাল কথা-
    ক্যান দেহের লেনাদেনা?
    এতো শহর ঘুরছি আমি-
    খুঁজছি শুধু,
    সেই সে আপনজনা।

    যার বুকে তে মাংস নয়-
    শুধু গোলাপের গন্ধ,
    তারে পেলেই আমার যাত্রা-
    করবো এবার বন্ধ।

  • আয়না

    তুমি আমার আয়না হও সই,
    আমি তোমার ভিতর র’ই।

    #আয়না #তুমি #আমি #সই

  • নদী

    আমি নদী, আমারও সুরমার মত অজস্র নাম, অজস্র শাখা, অজস্র বাঁক।

  • লাশ

    মরে গেলেই তো আমি আর ‘আমি’ নাই,

    আমি হয়ে গেছি লাশ!

  • মুখোমুখি

    দুই কাপ কফি
    আবার হবে সখি,
    আবার কোন দিন
    তুমি-আমি আর সন্ধ্যা মুখোমুখি।

  • সমর্থক

    হেরে যাওয়া দেশটার সমর্থক আমি,

    হেরে যাওয়া প্রেমিক আমার ভাই।

    তুমি যত বড় খেলুড়ে হও প্রেমিকা-

    তোমার আকাশেও উড়বে দেখো বিরহ পোড়া ছাই।

    #চতুর্বেদ#দেশ#প্রেমিক#প্রেমিকা#আকাশ#দশকিয়া

  • আমার আমি

    মাত্র জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেয়ে উঠেছি, সব কিছু ওলোট-পালোট; সারাক্ষনই ডিপ্রেশনে থাকি।
    নতুন জায়গা, যতটা সম্ভব বন্ধু-বান্ধব জোটাইলাম খুব দ্রুত, যতক্ষন বন্ধু-বান্ধবদের মধ্যে থাকি ততক্ষন ভাল থাকি।
    পুরোটাই পর নির্ভরশীল, একদিন ৩ জনের আড্ডায় আমাকে প্রচন্ড তাচ্ছিল্য করে বাকী দুইজন কোথাও যাচ্ছিল, আমি ওদের পিছু পিছু দৌঁড়ালাম। ছোট শিশুরা যেমন মায়ের পিছু পিছু দৌড়ায়।
     
    রাস্তায় দৌঁড়াতে দৌঁড়াতে কান্না করলাম, সে রাতে শুয়ে শুয়ে নিজেকে অনেকগুলা প্রশ্ন করলাম।
    কে আমি? আমার ক্ষমতা কতটুকু? কোথায় আমি যাচ্ছি? কোথায় যাওয়া উচিৎ?
     
    আমি আমার পরিচয় পেয়ে গেলাম, নিজেকে চিনলাম। তারপরই সব কিছুতেই পরিবর্তন আসতে শুরু করলো, আমার মাথা থেকে ডিপ্রেশন নামক ঐ আজব জিনিসটা কর্পুরের মত হাওয়া হয়ে গেল।
     
    যত বড় সমস্যাই আসুক, মস্তিষ্ক সেটাকে ফিল্টার করে কৌতুক বানিয়ে ফেলে, আমি আপন মনে হেসে উঠি।
     
    আজকের আমি নিজেকে চিনি, এই চিনতে পারার জন্য একটা উপলক্ষ্য দরকার ছিল, সেদিনের ঘটনাটা ছিল সেই উপলক্ষ্য মাত্র।
     
    আমি সেদিনের সেই দুই বন্ধুর কাছে চির কৃতজ্ঞ, তারা সেদিন পথ না দেখালে হয়তো আমি নিজেেকে চিনতে পারতাম না।
  • খুন

    আমি খুন হয়ে যাই তোমার চোখে,
    আবার তোমার ছোঁয়ায় জন্ম লই।
    এ তোমার কেমন খেলা,
    বাঁচাও কেন যদি মারোই।