বিচার চাই
মানুষ হতে চাই নি কখনো,তবু ঈশ্বর ও রমণীর ষড়যন্ত্রে এ মনুষ্য জনম।তোদের এ মনুষ্য শহরে আমি বড়ই বেমানান,তাই ঈশ্বরের আদালতে বিচার চাই-ঈশ্বর ও রমণীর।অথবা পুনঃ
মানুষ হতে চাই নি কখনো,তবু ঈশ্বর ও রমণীর ষড়যন্ত্রে এ মনুষ্য জনম।তোদের এ মনুষ্য শহরে আমি বড়ই বেমানান,তাই ঈশ্বরের আদালতে বিচার চাই-ঈশ্বর ও রমণীর।অথবা পুনঃ
এতোদিন বেশ ভালই চলছিল কিন্তু সেদিন ছিল মফিজের জন্য কুফা, মফিজ ধরা খেয়ে গেল। মফিজের কুকীর্তির প্রমান স্বরুপ বেশ কিছু স্ক্রিনশট চলে এলো সোশ্যাল নেটওয়ার্কে।
আদালত যে একটা অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান তা হুমায়ুন আহমেদ থাপ্পড় মেরে দেখান কোথাও কেউ নেই নাটকে, আর জুতা মেরে দেখান আলাউদ্দিনের ফাঁসি নাটকে।
পৃথিবীর সবচেয়ে নষ্ট জায়গা হলো আদালত, যেখানে মিথ্যা বলা বৈধ। তাই আমি আদালতকে কিছুতেই বিশ্বাস করি না, সেটা কানাডার হোক বা বাংলাদেশেরই হোক।
খুনিদের হয় না বিচার- চুমোর দোষে ফাঁসি, এভাবেই চলছে দুনিয়া- এভাবেই আমরা বাঁচি।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)