এক্কাদোক্কা খেলার মতো চোখ বন্ধ করে,
আকাশের দিকে মুখ করে,
এক পা এক পা করে তোমার দিকে আগাচ্ছি।
আর নিজেই নিজেকে একটু পর পর জিজ্ঞেস করছি-
আছি?
এক্কাদোক্কা খেলার মতো চোখ বন্ধ করে,
আকাশের দিকে মুখ করে,
এক পা এক পা করে তোমার দিকে আগাচ্ছি।
আর নিজেই নিজেকে একটু পর পর জিজ্ঞেস করছি-
আছি?
এসো সখি, চোখের ভিতর আকাশ; আকাশে ডানা মেলে উড়ে বেড়াও-
ভালবাসিবার এমন সুযোগ হয়তো আর হবে না।
আকাশটা ঘোলাটে লাগছে বেশ, বোধহয় বৃষ্টি হবে।
এ বসন্তে বৃষ্টি হবে ভাবতে কেমন যেন লাগছে!
বসন্তে বৃষ্টি মানেই প্রকৃতির অনিয়ম, প্রকৃতি যখন অনিয়ম করে তখন তা খুব ভয়ঙ্কর হয়।
তাই মনে খুব ভয় হচ্ছে, আমার দুঃশ্চিন্তিত চেহারা দেখে ঝর্ণা ভয় পেয়ে ডান বাহুটা আলতো করে জড়িয়ে ধরে বললঃ কি হলো জান? হঠাৎ এমন দুঃশ্চিন্তিত লাগছে কেন তোমাকে?
আমি বললামঃ কেমন যেন বর্ষা বর্ষা লাগছে না? বসন্তে বর্ষা খুব খারাপ।
হঠাৎ করেই ঝর্ণা আমার হাত ছিটকে দিয়ে বললঃ আমি এইটুকুই জানতে চেয়েছিলাম, বর্ষাপুর সাথে তোমার কী রিলেশন শুনি?
উনি তোমার সব ব্যপারে নাক গলান কেন? আর তুমিই বা তাতে বাঁধা দাও না কেন? কই? কি হলো? উত্তর দাও!
ঝর্ণা বলেই যাচ্ছে আর বলেই যাচ্ছে… আমার কানে তা যেন প্রবেশ করছে নাম আমি আকাশের দিকে তাকিয়ে ভাবছি…
“বসন্তে বর্ষা খুব ভয়ঙ্কর…”
কাব্যগুলো সব তোর কাছে জমা দেই,
তুই আমাকে একটি আকাশ দেখিয়ে দে
যে আকাশে কোন মেঘ নেই,
অথবা ব্যকটেরিয়া হীন একটি চুম্বন।
জয়ার চোখ দুটি লাল,
একটুও ঘুম হয় নি কাল;
সারাটা রাত পাশে ছিল কেউ।
স্বপ্নে আরও কত কি হয়!
আকাশে ভাসা যায়,
হাত ধরে পাড়ি দেয়া যায় সহস্র কঠিন ঢেউ।
সাধ ছিল একবার তোমায় ছুঁয়ে দেখব……
অন্ধকারাচ্ছন্ন রাত্রির নেয় কৃষ্ণকায় চোখ……
ধনুকের মত বাঁকা হাসি……
আর মায়াময় নগ্ন হাত……
সাধ ছিল একবার তোমার স্বাদ নেব…….
মুক্ত দানার মত চোখের নোনা জল…..
বুকের মৃদু ঘামের গন্ধ……
আর ভুবন ভোলানো ঠোঁট……..
সাধ ছিল একবার তোমায় স্বপ্নে দেখব……
বিশাল সমুদ্রের পাড়ে শুধু তুমি আর আমি…..
অসীম আকাশে উড়ন্ত চিল…..
আর ঝর্ণার জলে চপলা হরিণী…….
আকাশে চাঁদ যতই ঝিলমিলি ঝিলমিল করুক
তুমি থাকলে হাজার মাইল দূরে,
হৃদয়ে কি আলো জ্বলে?
আমি তো আকাশ চিনি,
উড়তে জানি ডানা মেলে,
কিন্তু তোমাতেই হতে চাই বন্দী।
ধ্যাত্তেরি!
লাগছে না ভাল কিছুই,
কি যে করি!
সকাল হয় না, সন্ধ্যা হয় না,
হয় না রাত-দিন।
কেউ করে না শোধ,
কেউ করে না ঋণ।।
কারো চোখে ঘুম নেই,
স্বপ্ন দেখে না কেউ।
রাধা যায় না জলে তাই,
যমুনায় নেই ঢেউ।।
আকাশ হয় না চুরি,
মেঘ দেয় না উঁকি।
সূর্য্য গেছে চাঁদের বাড়ি,
চাঁদ দিয়েছে ফাঁকি!!
কাদের সাথে আমার পিরিত,
ঝগড়া কাদের সাথে!
তাদের কেউ কাছে নাই,
সবাই আপন পথে।।
সব কিছুই ওলট-পালট,
সবখানেই গন্ডগোল।
কাব্য করা মহা পাপ;
তাই, অন্য কোন গল্প বল।।
গোলাপগুলো ফুটছে না আর,
হেমন্তও আসে না।
শিউলী ফুল রাতের আঁধার,
এখন ভালবাসে না।।