ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

আছি?

এক্কাদোক্কা খেলার মতো চোখ বন্ধ করে, আকাশের দিকে মুখ করে, এক পা এক পা করে তোমার দিকে আগাচ্ছি। আর নিজেই নিজেকে একটু পর পর জিজ্ঞেস

তিথী

এসো সখি, চোখের ভিতর আকাশ; আকাশে ডানা মেলে উড়ে বেড়াও-ভালবাসিবার এমন সুযোগ হয়তো আর হবে না।

প্রকৃতি ও অনিয়মের গল্প

আকাশটা ঘোলাটে লাগছে বেশ, বোধহয় বৃষ্টি হবে।এ বসন্তে বৃষ্টি হবে ভাবতে কেমন যেন লাগছে! বসন্তে বৃষ্টি মানেই প্রকৃতির অনিয়ম, প্রকৃতি যখন অনিয়ম করে তখন তা

সমর্থক

হেরে যাওয়া দেশটার সমর্থক আমি, হেরে যাওয়া প্রেমিক আমার ভাই। তুমি যত বড় খেলুড়ে হও প্রেমিকা- তোমার আকাশেও উড়বে দেখো বিরহ পোড়া ছাই। #চতুর্বেদ#দেশ#প্রেমিক#প্রেমিকা#আকাশ#দশকিয়া

কাব্য

কাব্যগুলো সব তোর কাছে জমা দেই, তুই আমাকে একটি আকাশ দেখিয়ে দে যে আকাশে কোন মেঘ নেই, অথবা ব্যকটেরিয়া হীন একটি চুম্বন।

স্বপ্ন

জয়ার চোখ দুটি লাল, একটুও ঘুম হয় নি কাল; সারাটা রাত পাশে ছিল কেউ। স্বপ্নে আরও কত কি হয়! আকাশে ভাসা যায়, হাত ধরে পাড়ি

সাধ

সাধ ছিল একবার তোমায় ছুঁয়ে দেখব…… অন্ধকারাচ্ছন্ন রাত্রির নেয় কৃষ্ণকায় চোখ…… ধনুকের মত বাঁকা হাসি…… আর মায়াময় নগ্ন হাত…… সাধ ছিল একবার তোমার স্বাদ নেব…….

দূরত্ব

আকাশে চাঁদ যতই ঝিলমিলি ঝিলমিল করুক তুমি থাকলে হাজার মাইল দূরে, হৃদয়ে কি আলো জ্বলে?

ধ্যাত্তেরি!

ধ্যাত্তেরি! লাগছে না ভাল কিছুই, কি যে করি! সকাল হয় না, সন্ধ্যা হয় না, হয় না রাত-দিন। কেউ করে না শোধ, কেউ করে না ঋণ।।