বাবাদের গায়ে থাকে ঘামের গন্ধ, তাই বলে কি সব সন্তান লুকায় মায়ের আঁচলে?
তোমার আঁচলে ঘাম মুছিবো, অদম্য আমার সাধ।