ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

প্রার্থণা

আমি গোলাপের কচি কলির মতো ভঙ্গুর,বন্ধু, আমার একটুখানি যত্ন নিও।পুবাল হাওয়ায় আমি ভেঙ্গে যেতে পারি,তোমার আঁচল তলে একটু আশ্রয় দিও।

আঁচল

তোমার আঁচলে ঘাম মুছিবো,অদম্য আমার সাধ।

বাবা

বাবাদের গায়ে থাকে ঘামের গন্ধ, তাই বলে কি সব সন্তান লুকায় মায়ের আঁচলে?

আঁচল

তোমার আঁচলে ঘাম মুছিবো, অদম্য আমার সাধ।