সে যে আমারে লুচ্চা বানায় তারপর তোলে কাঠগড়ায় কী যে খেলে তার মন! কেমন যে এক ভ্যাজালে সে আমারে জড়ালে এখন শর্ষের ফুল দেখে দু'নয়ন। কী করেছি অপরাধ কী যে তাহার সাজা কিছুই কয় না মোরে। সারাক্ষনই সে ভয় দেখায় মাঝে মধ্যে বাঁচার আশায় মন চায় পালাই দূরে। তারপরেই মনে পড়ে এত্তো ভালোবাসি যারে তারে ছাড়া যায়! রোজই সে দিক না সাজা তাতে যদি সে পায় মজা সেখান থেকে সুখ নিলাম আমিও না হয়! #কাঠগড়া #লুচ্চা #ভ্যাজাল #শর্ষেফুল #ফুল #নয়ন #অপরাধ #সাজা #ভয় #আশা #ভালোবাসি #ভালোবাসা #সুখ #মন
Tag: অপরাধ
-
কাঠগড়া
-
অপরাধ
মালেকা হামিরার অপরাধ ছিলো সে শাহজাদা তালিবকে ভালোবাসতো, কিন্তু তালিব ভালোবাসতো এক রাজকন্যাকে। #অপরাধ #মালিকাহামিরা ভালোবাসা #আলিফলায়লা #শাহজাদা #জালালতালিব #রাজকন্যা
-
স্বীকারোক্তি
এই যে আমি হারাইয়া যাইতেছি, আমারে অসুখে পাইতেছে। তুমি তার খোঁজ নিবা না? তুমিই তো আমার সকল অসুখের, সকল হারাইয়া যাওয়ার জন্য দায়ী। তোমার এ সব অপরাধের দায় নিবা না? সখি, আইসিসও তো তাদের অপকর্মের দায় স্বীকার করে। কেউ জানে না- তুমি তো আইসিসের চেয়েও ভয়ঙ্কর। #সখি #অসুখ #দায়ভার #আইসিস #খোঁজ #অপরাধ #অপকর্ম #ভয়ঙ্কর #দশকিয়া #দশদিগন্ত