Tag: অন্তর

  • ওজন

    প্রিয়তমেষু রূহি,

    তুমি হয়তো জানো যে, আত্মার ওজন মাত্র ২১ গ্রাম,

    অথচ, এই ২১ গ্রাম ওজনের আত্মা একটা মানুষের সবচেয়ে দামী সম্পদ।

    ঠিক তেমনই, আমার ভালোবাসার হয়তো কোন ওজনই নেই,

    কিন্তু, এটাই তোমাকে দেয়ার মতো আমার সবচেয়ে বড় সম্বল।

    – নিতান্তই দরিদ্র এক প্রেমিক

    টিকাঃ “রূহি” (روحي) একটি আরবি শব্দ, যা আত্মা বা রূহ (روح) শব্দ থেকে উদ্ভূত। এটি একটি গভীর আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ শব্দ, যা প্রায়শই ভালোবাসা, আত্মিকতা এবং অন্তরের গভীর সংযোগকে প্রকাশ করতে ব্যবহৃত হয়।

  • ডুবে যেতে চাই

    এ নগরীর ন্যায় আমিও ডুবে যেতে চাই,
    তোমার সুগভীর অন্তরে।

  • অন্তরে অন্তরে

    আমার ভিতরে-বাহিরে
    অন্তরে অন্তরে-
    কে যে সেথায় বসত করে
    কে ছড়ি ঘোরায়!
    
    সে কি আমায় ভালোবাসে?
    নাকি শুধু আমাতে
    ডুগডুবি বাজায়?
    
    আমি নিরীহ পাগল আর-
    তাহার চোখে আগুন,
    সে আগুনে এ পাগলকে
    কেন সে পোড়ায়?
  • ভালবাসা

    ভালবাসা অন্তরে থাকেরে পাগলা,
    আর অন্তর পরিবর্তনশীল।

  • ভুল

    মতাদর্শ ভিন্ন যদি,
    ক্যামনে বাইলা প্রেমের নদী?
    ক্যামনে সঁপিলা অন্তর?
    ভুল মানুষের প্রেমে নয়,
    ভুল ছিল মন তোর…