ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

অধিকার

প্রিয়তমেষু, তোমাকে নাম ধরে ডাকবার অধিকার চাই।

অধিকার

বাঁচার অধিকার তেমন- আন্দোলিত হোক, চা বাগিচার কলি যেমন- নতুন হাওয়ায় আন্দোলিত হয়।

অধিকার

চাই তো শুধু কেউ অধিকার লইয়া কউক “ভাত দে, কাপুড় দে, চুলের গোছায় জবা বাইন্ধা দে”।

অধিকার

অধিকারের প্রশ্নে এক চুলও ছাড় নয়, হোক সে ভিটামাটি, হোক বা হৃদয়।

অধিকার

নাগরিক অধিকার আছে, প্রেমাধিকার নাই?