Tag: অংক

  • সহজ অংক

    তুমি আবার হাসতে পারো; এই তো গেলো বোঝা,

    আমিই ছিলাম সুখের কাঁটা; অংকটা বেশ সোজা।

  • তোমার প্রেমে

    তোমার প্রেমে হাবুডুবু,
    তোমার প্রেমে ওড়া।
    তোমার প্রেমে ভেঙ্গেচুড়ে
    আবার নিজেকে গড়া।
    
    তোমার প্রেমে সকাল-দুপুর
    তোমার প্রেমে রাত,
    তোমার প্রেমে উপোষ থাকা-
    থালা ভর্তি ভাত।
    
    তোমার প্রেমে হিজিবিজি
    তোমার প্রেমে অংক
    তোমার প্রেমেই ফকফকা সব
    তোমার প্রেমেই অন্ধ।
    
    #প্রেম #হাবুডুবু #ওড়া #গড়া #সকাল #দুপুর #রাত #উপোষ #থালা #ভাত #হিজিবিজি #অংক #অন্ধ