আমার পরিয়ে দেয়া নুপুর সে খুলে রেখেছে,
সম্ভবতঃ তার কাছে সেটা শেকল মনে হয় বলে।
অথচ সে জানে না ভালোবাসা-
নুপুরের চেয়ও কঠিন শেকল।
আমার পরিয়ে দেয়া নুপুর সে খুলে রেখেছে,
সম্ভবতঃ তার কাছে সেটা শেকল মনে হয় বলে।
অথচ সে জানে না ভালোবাসা-
নুপুরের চেয়ও কঠিন শেকল।
আবার বসন্ত আসার আগে-
প্যালেস্টাইন স্বাধীন হওয়ার আগে-
কিংবা পৃথিবীর শেষ যুদ্ধটা শেষ হওয়ার আগে-
যেন কোন কবির মৃত্যু না হয়,
যেন কোন শিশুর মৃত্যু না হয়।
এতোটুকু যদি করতে না পারো,
তাহলে তুমি ঈশ্বরের পদ ছেড়ে দাও।