Blog

  • ইয়াসমিন

    আর কোন ইয়াসমিন যেন না হয় শিরোনাম।

  • স্বাধীনতা

    আমাকে যদি বলো আরশ থেকে এনে দিতে হবে ভগবানের পদ চিহ্ন।
    আমি এনে দেবো-
    তার বিনিময়ে এ জাতির স্বাধীনতা চাই।

  • হবু ডাক্তার ঝর্ণাকে লেখা অধমের চিঠি

    প্রিয়তমেশু হবু ডাক্তার ঝর্ণা,

    অনেক বছর হলো তোর সাথে যোগাযোগ নেই, যতবার তোর সাথে যোগাযোগ করতে চেয়েছি ততবারই তোর ব্যস্ততার জন্য যোগাযোগ সফল হয় নি।
    আমি জানি তোর খুব ইচ্ছে ডাক্তার হওয়ার, সাথে আরও জানি সে ইচ্ছে তোর নিজের না; অন্যের ইচ্ছে বয়ে বেড়াচ্ছিস রোজ।
    জানি, বড় কিছু পেতে হলে আমার মত এক অধমকে ভুলে যাওয়া আবশ্যক, বড় ডাক্তার হতে এই অধম ছাড়াও আরও অনেক কিছুই ত্যাগ করতে হয়, অথচ দেখ আমি কিছুই ত্যাগ না করেও কত সুখি। আরও বছর চারেক পরে তুই যখন ডাক্তার হ’বি তখন কি সময় হবে? নাহ, তখনও তুই ব্যস্তই থাকবি।

    আমাকে দেয়ার মত সময় তোর কোনদিনও হবে না, আমাকে দেয়ার মতও কিছু তোর থাকবে না কোন দিন, তবু আমি তোর প্রতীক্ষায় রই রোজ। কারন আমার রয়েছে অফুরন্ত সময়, আমার বইয়ের ভাজে ভাজে স্বপ্নকে বিক্রয় করতে হয় না, বদ্ধ কোন ঘরের কোনে স্ট্রে ভর্তি করতে হয় না দগ্ধ ছাঁই দিয়ে, রাতের পার্টিতে গা এলিয়ে দিতে হয় না কোন কর্পোরেটের সাথে। আমি রোজ ভোরে উপভোগ করতে পারি সূর্য্যের সোনালী রদ্দুর, রোজ সন্ধ্যায় আড্ডায় কাটিয়ে দিতে পারি এভাবে বছরের পর বছর, রাতের তারাদের সাথে গল্প করে পার করে দেই কত শত চাঁদনী রাত।

    জানি এসব তোর জীবনে জুটবে না, সলিল চৌধুরীর গানের শব্দ তোর কানে ঢুকবে না কোনদিন। অথচ কথা ছিলো দু’জনে এক সাথে হুমায়ূনের গল্প পড়বো, নজরুলে কাব্যে জোয়াড় আনবো, ভাষানীর মত লংমার্চ করবো ফারাক্কার প্রতিরোধে।

    আজ ওসব অতীত, খুবই আবছা অতীত!

    – সাবেক ইঞ্জিনিয়ার জয়

  • ধ্যাত্তেরি!

    ধ্যাত্তেরি!
    লাগছে না ভাল কিছুই,
    কি যে করি!

    সকাল হয় না, সন্ধ্যা হয় না,
    হয় না রাত-দিন।
    কেউ করে না শোধ,
    কেউ করে না ঋণ।।

    কারো চোখে ঘুম নেই,
    স্বপ্ন দেখে না কেউ।
    রাধা যায় না জলে তাই,
    যমুনায় নেই ঢেউ।।

    আকাশ হয় না চুরি,
    মেঘ দেয় না উঁকি।
    সূর্য্য গেছে চাঁদের বাড়ি,
    চাঁদ দিয়েছে ফাঁকি!!

    কাদের সাথে আমার পিরিত,
    ঝগড়া কাদের সাথে!
    তাদের কেউ কাছে নাই,
    সবাই আপন পথে।।

    সব কিছুই ওলট-পালট,
    সবখানেই গন্ডগোল।
    কাব্য করা মহা পাপ;
    তাই, অন্য কোন গল্প বল।।

    গোলাপগুলো ফুটছে না আর,
    হেমন্তও আসে না।
    শিউলী ফুল রাতের আঁধার,
    এখন ভালবাসে না।।

  • অভিমানী

    পরাণ পোড়ে জানি,
    তবু অভিমানী-
    মিথ্যে করে ছল,
    লুকিয়ে জানি তোমারও-
    চক্ষু ছলছল।

  • সোনার বাংলাদেশ

    শুভ দিয়ে হোক শুরু শুভ দিয়েই শেষ…
    শুভ হোক-সুন্দর হোক সোনার বাংলাদেশ….

  • বল্টু যাচ্ছে বাড়ী

    বল্টু যাচ্ছে বাড়ী…..
    ছুটছে বেধম গাড়ী…..
    পাশে বসা এক ভদ্রলোক…..
    বল্টু বলে মনে মনে একটু মজা হোক…..
    প্রশ্ন করে বল্টু “ভাই আপনি কি জাপানী?”…..
    প্রশ্ন শুনে অবাক হন তিনি…..
    উত্তরে বলেন ভদ্র মহাশয়…..
    আমি খাঁটি বাংলাদেশী, জাপানী নয়…..

    ক্ষমা চায় বল্টু, বলে “সরি”…..
    আপনাকে অন্য একটা প্রশ্ন করতে পারি?…..
    উত্তরে বলেন ভদ্র লোক…..
    তবে তাই হোক…..
    আবার প্রশ্ন করে বল্টু “ভাই আপনি কি জাপানী?”…..
    প্রশ্ন শুনে বিব্রত হন তিনি…..
    সামলে নিয়ে নিজেকে, উত্তর করেন দিয়ে ছোট্র একটা হাসি…..
    জাপানী নই আমি, আমি খাঁটি বাংলাদেশী…..

    আবার বল্টু ক্ষমা চেয়ে বলে “সরি”…..
    শেষবার একটা প্রশ্ন করি…..
    আবার প্রশ্ন করে বল্টু “ভাই আপনি কি জাপানী”…..
    প্রশ্ন শুনে উত্তর দেন তিনি…..
    হুম আমি ভাই জাপানী…..
    এসেছি এদেশে কামাতে মাল-পানি…..
    হেসে বলে বল্টু…..
    মিথ্যে কেন বলছেন ফালতু…..
    চেহারা দেখেই বুঝতে পারছি বাংলাদেশী ভাই…..
    বলেন গুরু জনে “মিথ্যে বলতে নাই”…..

  • ভাঙ্গা রেকর্ড

    আমি হারিয়ে ফেলছি সব আমার মানসপট থেকে, সব যাচ্ছি ভুলে…
    শুধু তোমার চলে যাওয়ার স্মৃতি ভেসে রয়েছে আটকে যাওয়া রেকর্ড এর মত…

  • স্বপ্ন স্বাধীনতা

    স্বপ্ন দেখি তোমায় পাওয়ার হে স্বাধীনতা…
    স্বপ্ন দেখি শহীদের রক্ত যাবেনা বৃথা…
    স্বপ্ন দেখি সালাম, মতিউর, মতিউল, কাদেরের চোখে…
    স্বপ্ন দেখি একদিন স্বপ্ন সত্যি হবেই তোমরা নিও দেখে…
    আমরাই দিয়ে যাবো এই রক্তের প্রতিদান…
    আমাদের দেহে যে এই রক্তই বহমান….

  • একজন জ্ঞানী আর অপর জন মুর্খ্য।

    যদি দু’জন ব্যক্তির প্রত্যেক বিষয়ে মতের ঐক্য হয় তবে জানবেন তাদের একজন জ্ঞানী আর অপর জন মুর্খ্য।