Blog

  • অষ্টদশী

    তুমি আমার অষ্টদশী প্রেমিকা হবে?
    রোজ রাতে চুপিসারে তোমার জানালায় রেখে যাব নীল জোনাকী-
    রোজ ভোরে এনে দেব দোয়েলের গান।

  • কেউ একজন গত হলেন

    কেউ একজন গত হলেন মাত্র, হাসপাতালে এভাবেই হয়তো সকাল হওয়ার নিয়ম…
    স্বজনের আহাজারী ধীরে ধীরে মৃদু হচ্ছে, দূর থেকে দূরে যাচ্ছে।

  • জান্নাত

    প্রিয়তমেষু জান্নাত,
    পারাবত এক্সপ্রেস এর শোভন চেয়ারে তোমার মুখোমুখী বসে নিম ব্রান্ড এর চা পান করার মাঝেও আছে শরাবান তহুরার স্বাদ।
    – জয় কল্যাণীয়েষু

  • ঈশিতা

    প্রিয়তমেষু ঈশিতা,
    কীর্তিনাশার বুকে শাহ আমানাত ফেরীর তিন তলার কেন্টিনে তোমার মুখোমুখি বসে ইলিশ ভাজা খাওয়ার অদম্য সাধ নিয়ে জন্মেছিলাম ২৭ বছর আগে।
    – জয় কল্যানীয়েষু

  • তুমি নেই বলে

    তুমি নেই বলে প্যাঁচাগুলো অমন মায়াবী-
    চোখে তাকায় না আর।
    ওদের চোখে তাকালে এখন ভয়ে-
    রক্ত হিম হয়ে যায়।
    অথচ কোনও এক সময় প্যাঁচাগুলো ছিল অনিন্দ্য সুন্দরী।

    #তুমি #রক্ত #ভয় #চোখ #প্যাঁচা #হিম #সুন্দর #অনিন্দ্য
  • যদি আর বাঁশী না বাজে

    বিশ্বাস করুন আমি সেলিব্রিটি হতে আসিনি।

    আমি নেতা হতে আসিনি।

    আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম।

    সে প্রেম পেলাম না বলে

    আমি এই প্রেমহীন নীরস ফেসবুক থেকে

    নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম।

    —– কাজী নজরুল ইসলাম |

  • ছেলেবেলা

    সে আমাকে ইনবক্সে বলল– একদিন মাসের শেষে শুণ্য দিয়ে ফেবু চালাচ্ছে, হঠাৎ শুন্য দিয়ে ফেবুতে আর ঢোকা যাচ্ছে না। ঐ দিকে চন্দা ভীষণ রেগে বসে আছে… যেন তুফান উঠেছে, প্রেম ডোবে ডোবে অবস্থা। আবদুল অনেক ঘেঁটেঘুঁটে গ্রামীনফোনের ২টাকায় ১ মেগাবাইটের প্যাকেজটা নিল, কোন মতে চন্দাকে ম্যাসেজ দিল যে শুন্য দিয়ে ফেবু ব্যবহার করা যাচ্ছে না। গল্পটা এত শিগ্গির শেষ হল, আমার পছন্দ হল না। মোবাইলে ২টাকা ব্যালেন্স ছিল, অমনিই বেঁচে গেল প্রেম, এ তো গপ্পই নয়। বারবার বলতে লাগলুম “তার পর’?

    – রবীন্দ্রনাথ ঠাকুর

  • তালাশ

    যদি কোনদিন রেল লাইন কিংবা-
    কোন নদীতে পাওয়া যায় আমার লাশ,
    নুর হোসেন না, তোরা ঝর্ণাকে করিস তালাশ।

  • কলঙ্ক

    বহুদিন পর…
    চাঁদের হাটে আবার মেলা বসবে,
    চাঁদের আবার কলঙ্ক হবে।

    রাত ৯.৩৩, ১১ শ্রাবণ ১৪২১

  • সুপ্রিয়া

    প্রিয়তমেষু সুপ্রিয়া,
    নিঃস্বার্থ ভালবাসা চাই, আছে কি তেমন স্বার্থহীন হৃদয়…?
    – জয় কল্যাণীয়েষু