Blog

  • সিঁদুরে মেঘ

    প্রিয়তমেষু মেঘলা,

    ঘর পোড়া গরু কি সত্যি সিঁদুরে মেঘ দেখে চিনতে পারে?

    – ইতি জয় কল্যাণীয়েষু

    #প্রিয়তমেষু #মেঘলা #ঘর #গরু #সিঁদুর #মেঘ #একলাইনেরচিঠি

  • প্রিয়তমেষু মণি

    তোমাকে নিয়ে আমার কোন কাব্য-

    নেই বলে যে গুরুতর অভিযোগ ছিলো আমার নামে,

    আজ তার হলো অবসান।

    #অভিযোগ #মণি #প্রিয়তমেষু #ত্রিনেত্র #দশকিয়া

  • তোমারে কি ছাড়া যায়?

    তুমি আমারে ছাড়িলা ঠিকই,

    আমি তো তোমারে ছাড়িনি সখি।

  • চিৎকার

    মন খারাপ হলে সবাই কাঁদে না,

    কেউ কেউ চিৎকার, চেচামেচি করে।

  • যাচ্ছি না

    সখি, যাচ্ছি যাচ্ছি বলছি তবু, যাচ্ছি না কো কোথাও।

  • সহজ অংক

    তুমি আবার হাসতে পারো; এই তো গেলো বোঝা,

    আমিই ছিলাম সুখের কাঁটা; অংকটা বেশ সোজা।

  • লিরা (দ্বিতীয়া)

    প্রিয়তমেষু লিরা,
    আমাদের এই প্রেমটা ঠিক পয়সার মতো নয় কি?
    কাগজে আমরা এর হিসাব করি ঠিকই,
    কিন্তু দেনলেনের সময় রাউন্ড ফিগারের নামে বাদ দিয়ে দেই না!

    টিকাঃ প্রেমিকার নামার্থে ব্যবহৃত লিরা শব্দটি নেয়া হয়েছে তুরস্কের মূদ্রার নাম “লিরা” থেকে।

  • লিরা (প্রথমা)

    প্রিয়তমেষু লিরা,
    আজ খুব প্রয়োজনে সে বার বৈশাখী মেলা থেকে কেনা মাটির ব্যাংকটা ভাঙতে হলো,
    ব্যাংক ভেঙ্গে দেখি সেখানে কাগজের কিছু নোটের পাশাপাশি অসংখ্য পয়সা পড়ে আছে।
    পয়সাগুলো দেখে আমাদের বিচ্ছেদের সিদ্ধানত নেয়ার দিনটির কথা মনে পড়ে গেলো।

    সেদিন তুমি আলাপের শুরুটা করেছিলে এভাবে-
    আচ্ছা জয়, আমাদের এই সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলতে পারো?
    আমি সেদিন বলতে পারিনি, কিছুই বলতে পারিনি। যা কিছু বলার, সব তুমি একাই বলেছিলে।

    নিশ্চয়ই বিরক্ত হচ্ছো? আজ এই অবেলায় তোমাকে এসব লিখছি কেন!
    এই ভেবে মেজাজও খারাপ হচ্ছে?

    তোমাকে শেষ বারের মতো বিরক্ত করার জন্য ক্ষমাপ্রার্থী।
    সেদিন তোমার যে প্রশ্নের উত্তর দিতে পারিনি, আজ সে প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি।
    তাই এতো দিন পর আরেকবার তোমাকে জ্বালাতন করা।


    আমাদের সম্পর্কটা আসলে মাটির ব্যাংকে জমিয়ে রাখা পুরোনো পয়সা।
    যা আমি ন্যায্য মূল্যে কিনলেও আজ কারো কাছে তার কোন মূল্য নেই।

    টিকাঃ প্রেমিকার নামার্থে ব্যবহৃত লিরা শব্দটি নেয়া হয়েছে তুরস্কের মূদ্রার নাম “লিরা” থেকে।

  • শাঁখের করাত

    প্রেম তো সখি শাঁখের করাত,

    আমার দিকে কাটছে দেখে হাসছো তুমি!

    তোমার দিকেও কাটছে দেখো চেয়ে

    সমান অনুপাত।

  • মুক্তি

    গুলশানের কর্পোরেট বাজারে বিক্রী হয়ে যাওয়া ছেলে,

    কিংবা দৌলতদিয়ার নিষিদ্ধ বাজারে বিক্রী হয়ে যাওয়া মেয়ে,

    কেউ ফেরে না। একবার পা ফসকে আটকে গেলে জালে,

    কেউ ফেরে না আর, উড়তে পারে না পাখি আর মুক্ত হয়ে।