প্রেমের ম্যারাথনে আমিই পিছিয়ে ছিলাম বরাবর,
আর তুমি বিজয়ীকেই বরণ করে নিলে।
Blog
-
প্রেমের ম্যারাথন
-
শতাব্দী
রাতের পর রাত, শতাব্দীর পর শতাব্দী জেগে ছিলাম তুমি দেখলে না তা,
তোমায় স্বপ্নে খুঁজতে যখন চোখ বন্ধ করলাম তখনই ভাবলে ঘুমিয়ে পড়েছি।প্রিয়তমেষু, আমার বন্ধ চোখ দেখলে… সে চোখের স্বপ্ন দেখলে না।
-
নিরাপদ
নিরাপদ তো আমি কেবল তোমার বুকেই,
এ শহরে প্রতিক্ষনই তো অনিরাপদ।অথচ তুমি বুকে নিয়ে বেড়াও মিথ্যার জাল।
-
ভালবাসবো
প্রেম দিয়েছো কৃষ্ণকে সব,
তাই বলে ভালবাসবো না! -
ফটোগ্রাফি কপিরাইট
একজন ফটোগ্রাফার যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ছবি তুলে তার কপিরাইট দাবী করতে পারে তবে একজন পুরোহিত কেন বৌ এর কর্তৃত্ব দাবী করতে পারবে না?
-
জঙ্গি
সখি, তিনদিন খোঁজ নেই বলে জঙ্গির তালিকায় তুলে দিলে!
-
দুর্গতিনাশীনি
যাওয়ার আগে দিও মাগো অসুর বধ এর মন্ত্র।
-
শুদ্ধতা
প্রেমিকা আমার, স্থির হও প্রেমের শুদ্ধতায়।
-
বোবা
বোবার শত্রু হয় না, প্রেমিকা হয় কি?
হইলে পরে বন্ধ করি মুখ। -
ক্রিকেটিও প্রেম
ম্যাচ হেরে গেলে ব্রেকাপ।