হৃদয়ের বিনিময়ে হৃদয় চাই,
টাকা-পয়সার নাই কারবার।
তুমিও জয়ী হলে আমিও
ভয় নেই কারো হারবার।
Blog
-
বিনিময়
-
তোমার খবর নাই
চীনা লোক দেশে আইলো,
দেশী তোমার খবর নাই। -
অন্তর্চক্ষু
যে আমারে চিনতে পারে অন্তর্চক্ষু দিয়া,
তাহার লাগি পরাণ রাখিমু যতন নিয়া। -
সর্বনেশে চোখ
তোমার সর্বনেশে চোখ,
আমার সর্বহারা হৃদয়। -
ফেরা
ও প্রাণ সই,
পাখিরাও নীড়ে ফিরলো,
তুমি ফিরলে কই? -
তোমাতেই হতে চাই বন্দী
আমি তো আকাশ চিনি,
উড়তে জানি ডানা মেলে,
কিন্তু তোমাতেই হতে চাই বন্দী। -
দর বাড়বেই ভালবাসার
দর বাড়বেই ভালবাসার,
যখন তুমি ঠোঁট মিলিয়েছো
পুঁজিবাদীদের সাথে। -
ধুতরার ফুল অসুন্দর নয়
গোলাপ ফুল সুন্দর, তাই বলে ধুতরার ফুল অসুন্দর নয়।
-
তাবিজ
তোমার ঘরের দখিন কোণে,
তাবিজ ঝুলাবো সই। -
একটি নগণ্য দুপুর চেয়েছি
একটা দুপুরই তো চেয়েছি তোমার কাছে,
শান-শওকত তো আর চাই নি।
স্রোতস্বিনী নদী বা উন্মত্ত সাগর চাই নি,
পর্বতরূপ প্রেমও চাই নি হে প্রিয়তমা।তোমার কাছে একটি নগণ্য দুপুর চেয়েছি,
আমার ক্লান্ত, ঘামে ভেজা হৃদয় দেখাবো বলে।
আমার বাগানের কনকতারার কলি দেখাবো বলে।।