Blog

  • সত্য বলিতে খাড়া আছে ওই শুধু এক শয়তান

    নৌকা উঠছে সড়কে এইটুকু আছে ঠিক,
    যায় না যেনো নরকে হারাইয়া দিক।

    নৌকার সড়কে ওঠা শুভ লক্ষণ না, সড়কে রিক্সা-টেম্পু চলার নিয়ম। নিয়ম ভাঙ্গারও নিয়ম থাকে, যেমন কাজী নজরুল নিয়ম ভাঙ্গার গান গেয়েছিলেন, আবার নজরুলের মত আশরাফ খানও নিয়ম ভাঙ্গার গান গেয়েছিলেন।

    কিন্তু নজরুল শেষাব্ধী দারিদ্রকে মহান বানিয়ে ছেড়েছেন আর আশরাফ আফিম খেয়ে দারিদ্রকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চলে গেছেন ওপারে।

    আশরাফ খানের এই মাঝ পথে থেমে যাওয়ার কারন ছিল তিনি যে নিয়ম ভাঙ্গার গান গেয়েছেন সেই নিয়ম তিনি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পারেন নাই।

    আওয়ামীলীগ মওলানাকে অবজ্ঞা করে যে সড়কে নৌকা বাইছে তা আশরাফ আলী খানের মত আত্মহত্যায় সমাপ্ত হবে নাতো?

    “মিথ্যা জগত মিথ্যা মানুষ মিথ্যা সে ভগবান
    সত্য বলিতে খাড়া আছে ওই শুধু এক শয়তান।”

    • কবি আশরাফ আলী খান
  • কষ্ট তুমি

    আমি তো ফেলেই এসেছিলাম সে রথ,
    একাই চলবো বলে বেছেছিলাম নির্জন এ পথ।
    তুমি কেন ডেকে নিলে,
    সঙ্গী হলে?

    বিশ্রামের অযুহাতে একা রাখো,
    এ যে কেমন কষ্ট তুমি জানো না তো!

  • স্বপ্ন

    তুমি যখন গার্দার পাহাড় চুড়ায় দাঁড়িয়ে লেকের জলে স্বপ্ন দেখো,
    আমি তখন বুকের ব্যথায় তোমার হাতটাই হাতড়ে বেড়াই।

  • খবর নিও

    সুরমা ফাড়োর কইন্যা তুমি গার্দার ফাড়ো থাখো,
    আমি মইরলাম জল পিয়াসায় তার নি খবর রাখো।

  • আবার আসিও ফিরে

    শুদ্ধতম কবি,
    কবে ফিরবা? তোমার লাইগা হাজার বছর অপেক্ষা করোনের মত অতো ধৈর্য্য কই কও?

  • খেলো না

    তুমি যেথায় খুশি সেথায় থাকো,
    ভেড়ামারা বা ভেরোনা।
    দোহাই সখি তোমার আল্লার,
    মন নিয়ে এমন খেলো না।

  • কবি আত্মহত্যা করেন নাই।

    যেই কবি হাজার বছর হাঁইট্টা এই বাংলায় শান্তি খুঁজেন, আবার জন্মাইতে চান শালিক, প্যাঁচা হইয়া, সেই কবি “আত্মহত্যা করছেন” এই কথার লগে যেই সব যুক্তি দাঁড় করা হইছে বা দাঁড় করা যায় তা ভোঁতা।

  • শাসন-শোষণ

    তোমারে হৃদয় রাজ্যের শাসন ভার দিলাম,
    তুমি শোষণ শুরু করলা।

  • তপস্যা

    একটু তোমায় ছোঁব বলে ডুবুরী হলাম মুক্তা ভেবে, চাঁদ ভেবে নভোচারী হলাম;

    অবশেষে জানলাম তুমি নারী, আমি তপস্যায় বসলাম পুরুষ হবো।

  • প্রেমিক

    প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে যে মেয়েটা বিক্রী হয়ে গেল পতিতালয়ে, সে প্রেমিক চিনতে ভুল করেছিল।

    কারন প্রেমিক আর অপ্রেমিকে দেখতে কোন পার্থক্য নেই।