Blog

  • দেওয়ালী

    এই দেওয়ালীতে তুমি আসবে তো আমার ঘরে আলো জ্বেলে?
    আমি ঘর অন্ধকার করে বসে র’বো তোমার আশায়।

  • প্রেম যমুনা

    ​প্রেম যমুনায় উথাল ঢেউ,
    আমি একাই ডুইব্যা মরলাম
    সঙ্গে নাই মোর কেউ।

  • বোঝ না

    তুমি জঙ্গি ভাল বোঝ,
    সঙ্গী বোঝ না।

  • বিনিময়

    তোমার চাই অক্সিজেন, আমার দরকার কার্বন,
    এসো ফিরি বিনিময় প্রথায়।

  • স্থির

    তোমাতেই আমি স্থির,
    তোমাতেই অস্থির।

  • তোর নাম

    আলাদিনের চেরাগ পাইলে তিনবারেই তোর নাম বলিতাম।

  • বসন্ত

    হৃদয় ক্যালেন্ডারে বসন্ত পাতা খেয়ে নিয়েছে উঁই পোকায়,

    সখি, শীত শেষে গ্রীষ্ম আসবে, আসবে না আর বসন্ত।

  • দেখছি তারে অন্তরে

    দুই চোক্ষে দেখি নাই, দেখছি তারে অন্তরে,
    জীবু’দা যেমন দেখছিল বনলতার মুখ আন্ধারে।

  • ঘোর

    তোর ঘোর লাগানো চক্ষু…
    আমি পিপাসার্ত মুসাফির…
    ঐ চোখে ঠান্ডা দীঘির জল…
    আমি তাতে সাঁতার কাটতে অধীর…

  • আত্মপ্রতারণা

    পছন্দ বদলে যাওয়া তো এক ধরনের আত্মপ্রতারণা, যেমন ধরেন মাকে রাস্তায় ফেলে যাওয়া (ঘটনা হবিগঞ্জের)।
    তাছাড়া আজকাল অহরহ পরকিয়ার বলি হচ্ছে স্বামী/স্ত্রী/সন্তান, এমন কি প্রেমের সংসারেও পরকিয়া ঢুকে পড়ছে সুতানালী সাপের মত।
    পছন্দ বদলে যাওয়া এক ধরনের ব্যধী, বিধ্বংসী ব্যধী।