Blog

  • প্রেম

    তুমি প্রবলবেগে ছুঁড়ে মারো ঘৃণা…
    আমি প্রেম বলে ঘরে তুলি…

  • তুষার

    আমি তুষার হয়ে ঝড়ে পড়ি তোমার গায়ে…
    তুমি পাষাণে ঝেড়ে ফেলো…

  • যাইয়ো না সখি

    যাইয়ো না যাইয়ো না সখি একলা সুরমার পাড়ে,
    পথে ঘাটে কত মানুষ! নজর লাগতে পারে।

  • সুনামগঞ্জী দামান

    আশা আছিল মনোর মাজো,
    বিয়া খরতাম সুনামগঞ্জো,
    অইতাম গর জামাই…
    বউয়ে খালি দিবো খুটা,
    আমি বুলে তাইর বাফোর টেখায় খাই…

    মন খারাফ করি আমি,
    যখন রইমু বইয়া,
    হাসি হাসি মুখে হালি,
    খইবো গালাত বইয়া,
    হুনো দুলা ভাই…
    হারাদিন তুমি খই আছলায়,
    বিয়ানতোনে মুখো কিচ্চু,
    দিছে না আফায়…

  • বেঁচে আছি?

    প্রিয়তমেষু মনি,
    তুমি ছাড়া কি সত্যি বাঁচা যায়?
    – জয় কল্যাণীয়েষু

  • বেঁচে আছি

    প্রিয়তমেষু মনি,
    তুমি ছাড়াই দেখো দিব্যি বেঁচে অাছি।
    – জয় কল্যাণীয়েষু

  • স্বাধীনতার দুঃখ

    যখন রাজাকারের সন্তানেরা বিজয় দিবসের মঞ্চ দখল করে বসে থাকে খোদ স্বাধীনতার পক্ষের(!) দলের টিকেটে, তখন সেই মঞ্চের দিকে যেতে ঘৃণা হয়, নিজের দিকে তাকাতে ঘৃণা হয়। আত্মহত্যা করতে মন চায় নিজের অক্ষমতায়।

    লিখে যেতে চাই-
    আমার মৃত্যুর জন্য সম্পূর্ণ রুপে বাংলাদেশ আওয়ামীলীগ ও তার রাজাকার সহোদরদেরা দায়ী।

    রাজাকার বান্ধব আওয়ামীলীগ নিপাত যাক, স্বাধীনতা মুক্তি পাক।

  • এ পৃথিবী মুসলমানের জন্য নয়

    ট্রাম্প এর আমেরিকা, মোদির ভারত, হাসিনার বাংলাদেশ, সুচির মায়ানমার কিংবা সালমানের সৌদি আরব, নেওয়াজের পাকিস্তান, মাসুমের ইরাক, রুহানির ইরান…

    কোথাও মুসলমান নিরাপদ নয়।

  • দূরত্ব

    আকাশে চাঁদ যতই ঝিলমিলি ঝিলমিল করুক
    তুমি থাকলে হাজার মাইল দূরে,
    হৃদয়ে কি আলো জ্বলে?

  • অবিচার

    কী সুখে তুমি ওদেশে থাকো?
    কী দোষে করো এ অবিচার,
    আমারে এমন কষ্টে রাখো?