তাহার জন্য জুতো জোড়া,
তাহার জন্য কদম গাছের ডাল,
তাহার জন্য সকাল বেলার-
পান্তা ভাতে কাঁচা মরিচের ঝাল।
তাহার জন্য রঙ্গিন সুতো,
নাটাই ছেঁড়া ঘুড়ি,
এতো কিছুর পরেও ক্যান-
মন দিবি না ছুঁড়ি?
মন দিবি না ভাল কথা-
ক্যান দেহের লেনাদেনা?
এতো শহর ঘুরছি আমি-
খুঁজছি শুধু,
সেই সে আপনজনা।
যার বুকে তে মাংস নয়-
শুধু গোলাপের গন্ধ,
তারে পেলেই আমার যাত্রা-
করবো এবার বন্ধ।
Blog
-
গোলাপের গন্ধ
-
প্রিয়ে
কণ্যা, এতো রাগ কিসের?
হয়েছে তো সামান্য একটা ভুল!
কথা দিচ্ছি,
চুলের খোঁপায় রোজ গুঁজে দেবো,
একশত ঘাস ফুল। -
বেহায়া
সখি আমি বেহায়ার মত করি তোমারি প্রেম প্রার্থণা…
-
সপ্তদশী
তোমার এক ইশারায় প্রিয়তমেষু, সাঁইত্রিশে এসে আমার বয়স কুড়ি বছর কমে সপ্তদশ হয়ে গেছে।
-
উপেক্ষা
ছোটবেলার উপেক্ষিত শাক, ছোট মাছ আর সিনেমার মাঝখানে চলে আসা লম্বা বিরক্তিকর বিজ্ঞাপনের মতো আমাকেও তোমার একদিন খুব প্রিয় মনে হবে।
কিন্তু ততদিনে তোমার শরীর অতিরিক্ত চর্বির ভাড়ে নুয়ে পড়বে, চোখের জ্যোতি কমে আসবে, সিনেমা কিংবা বিজ্ঞাপন দেখার সময় হারিয়ে যাবে।
সেই সাথে ভুলে যাবে আমার ইমেইল এড্রেস।
-
রাধে
কাঁদছি কি আর সাধে!
বৃন্দাবনে এসে দেখি
কুঞ্জেতে নাই রাধে
-
জাত
লালন সে জেতের ফাতা
বিকিয়েছে সাধ বাজারে।
– লালন
-
পিরিত ভালা না
পিরিত ভালা না
সখি তরা প্রেম করিও না– শাহ আব্দুল করিম
-
মুখোশ
কোভিড আমাদের মুখোশে অভ্যাস্ত করতে পারেনি,
কারন আমরা সবাই মুখোশধারী।
#মুখোশ #কোভিড #দ্বিপক্ষ #দশকিয়া
-
রাতের আঁধার
সখি, দিনের আলোর মতো রাতের আঁধারও সত্য,
তবু আমরা কেন দিনের আলোকেই কেবল সত্যি মনে করি?
#সখি #রাত #আঁধার #দিন #আলো #সত্য