Blog

  • আদালত

    খুনিদের হয় না বিচার-
    চুমোর দোষে ফাঁসি,
    এভাবেই চলছে দুনিয়া-
    এভাবেই আমরা বাঁচি।

  • দুইটাই সত্য

    এক লোক পোষ্ট দিছে “হিন্দু কোন রাজাকার নাই”, সেখানে আরেক লোকের মন্তব্য “কোন বঙ্গবন্ধুও নাই, বীরশ্রেষ্ঠও নাই”।

    দুইটাই সত্য।

  • গড়তে শিখে নাই

    সেদিন একটা পোষ্ট দেখলাম মুর্তি ভাঙ্গার গান, আজ দেখলাম শাহবাগে হচ্ছে আস্তানা ভাঙ্গার গান।

    হারামখোরগুলা ভাঙতেই শিখছে শুধু, সম্প্রীতি গড়তে শিখে নাই।

  • মিথ্যবাদীরা ঘৃণ্য

    “দেশ স্বাধীন করেছিল গ্রাম্য চাষা ভুষা মানুষজন, বেশীরভাগ শহুরে মানুষ শহর ছেড়ে পালিয়ে গ্রামে আশ্রয় নিয়েছিল” এতোটুকুর পক্ষে অনেক দলিল আছে।

    গ্রাম্য চাষা ভুষা মানুষ তথাকথিত সেক্যুলারিজম কী তা জানে না, আগেও জানতো না, এখনও জানে না;
    তারা অন্যায়-শোষণ-নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেক্যুলার রাষ্ট্র পয়দা করার চেতনা তাদের ছিল না।

    আজ যারা মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলছেন; তারা ইতিহাস নিয়ে মিথ্যাচার করছেন, আর কে না জানে মিথ্যবাদীরা ঘৃণ্য!

  • খুঁজে পাবো না

    মেয়েটার বাবা আর্মিতে ছিলেন, সিলেট সেনানিবাসে কোয়ার্টার পাওয়ায় মা, বড় বোন আর ছোট ভাইয়ের সাথে বাবার কাছে যাচ্ছে তারা।

    আমি ঢাকা থেকে বাড়ী যাচ্ছি, সময় ২০০০-২০০১ হবে, ট্রেনে সামনাসামনি সিট।
    আমার পাশে এক ব্যবসায়ী বসে আছেন, তিনি টিকেট পান নাই, তবে সিস্টেম করে সিটটা দখল করে বসে আছেন।

    সকাল বেলা কদমতলী নেমে যে যার মত চলে গেলাম, তাকে আর খুঁজে পাবো না জেনেও একদিন আমি ক্যান্টনমেন্ট গেছিলাম।

  • হারাইয়া গিয়াছে

    একটি জরুরী ঘোষণা-

    ভালবাসা পূর্ণ একটা হৃদয় হারাইয়া গিয়াছে, যদি কোন স্বহৃদয়বান নারী পাইয়া থাকেন তবে আমার নিকট জানাইবার অনুরোধ রইল।

    বিঃদ্রঃ পুরষ্কারের ব্যবস্থা আছে।

  • চাঁদাবাজি করবে না

    পুলিশ যেহেতু রমজানে চাঁদাবাজি করবে না, সেহেতু আমি সিদ্ধান্ত নিছি রমজানে ইনবক্সে মেয়েদের সাথে ফ্লার্ট করব না।

    ওকে?

  • কবিত্ব

    জীবনানন্দ ট্রামকে ভয় পেতেন, ট্রাম দূর্ঘটনায় মৃত্যুর কথা ভাবতেন তিনি।

    অপর দিকে নজরুল আশংকা করতেন বাঁশি থেমে যাওয়ার, রবীন্দ্রনাথ নজরুলকে প্রায়ই বলতেন “দেখ উন্মাদ তোর জীবনে শেলীর মত, কীটসের মত খুব বড় একটা ট্র্যাজেডি আছে-তুই প্রস্তুত হ”।

    তাদের এই যে আগাম জানতে পারাটাই কবিত্ব।

  • ব্লগ দিয়া ইন্টারনেট

    হেফাজতিরা ব্লগ দিয়া ইন্টারনেট চালায়, আর আম্বালীগ চালায় ফেসবুক দিয়া।
    এই যখন অবস্থা তখন আমারে সেলফি দিয়া একটা ছবি তুইল্যা দেওয়ার মত কাউকে না পাইয়া ছবি তোলার চিন্তা বাদ দিছি।

  • ডাকিয়া কহে

    কানাডাকে ডাকিয়া কহে বাংলাদেশ,
    রানীর অধীন, তবু তো আছো বেশ!
    আমাদের আছে স্বাধীনতা নামক এক বাল,
    তাহা লইয়াই পরাধীন জীবন কাটাইলাম সারা কাল।