জীবন হচ্ছে এক্কাদোক্কা খেলার মতো,
শেষ ঘরে না পৌঁছানো অবধি-
সকল অর্জনই অনিশ্চিত।
জীবন হচ্ছে এক্কাদোক্কা খেলার মতো,
শেষ ঘরে না পৌঁছানো অবধি-
সকল অর্জনই অনিশ্চিত।
প্রিয়তমেষু, তোমার জন্য হাল্কা নয় শুধু,
রোজা ভঙ্গ করতেও রাজী।
মির্জা গালিবের চ্যালা আমি,
তোমার চেয়ে কি স্বর্গের হুর আমার কাছে দামী?
এক্কাদোক্কা খেলার মতো চোখ বন্ধ করে,
আকাশের দিকে মুখ করে,
এক পা এক পা করে তোমার দিকে আগাচ্ছি।
আর নিজেই নিজেকে একটু পর পর জিজ্ঞেস করছি-
আছি?
দূর হোক কলিজা তোমার মনের যত দুঃখ-
যদি তাতে আমার মনের দুঃখ বাড়ে, তা’ও।
তোমার ইফতারে, তোমার সেহরিতে,
তোমার প্রার্থণায়; কলিজা-
আমি কি আছি?
আমার ইফতারে, আমার সেহরিতে,
আমার প্রার্থণায়; কলিজা-
আমি কেবল তোমাকেই চাই।
প্রিয়তমেষু রোকসানা,
তুমি বিনা এ জীবন তো, হয়ে যাচ্ছে ত্যানাত্যানা।
– ত্যানা কল্যাণ
প্রিয়তমেষু লিজা,
তুমি পাশে থাকলে গোটা একটা জনম
না খেয়ে কাটিয়ে দিতে পারবো।
– ক্ষুধার্ত কল্যাণ
ফিরে এসো লিলিথ,
যেভাবে হারিয়ে যাওয়া লালঝুঁটি ময়ূর ফিরে এসেছে ,
ফিরে এসো এই প্রেমিকের বাহুতে।
ফিরে এসো জুলিয়েট,
যেভাবে জোয়ার আসে ভাটার প্রহর শেষে,
ফিরে আসো এই আহত বুকে।