Blog

  • জ্যোৎস্না

    একা একা যায় না খাওয়া চাঁদের জ্যোৎস্না।

  • সময়

    সময়টাই খেয়ে দিল সব,
    অথচ আরো শ’খানেক বছর আমার কিশোর মন খেলা করতে চায়।

  • ফিল্টার

    সখি, ফিল্টার করে ফেলেছি হৃদয়ে,
    এখন আর তোমার দেয়া দুঃখগুলো মিশতে পারে না রক্তে।

  • ক্ষ্যাত

    সখি, ক্ষ্যাত বলে অবহেলা করো না আমায়,
    এই ক্ষেতেই তুমি করতে পারো উন্নত মানের গোলাপের চাষ।
    সখি, জানোই তো ইট-কাঠের হৃদয় যতই স্মার্ট হোক, তাতে গোলাপের চাষ হয় না।

  • মেরুদন্ড

    মেরুদন্ডহীন বৃক্ষের মেরুদন্ডওয়ালা শাখা থেকে কী লাভ?

  • মা

    ভালবাসলে,
    “তা”রে ভোলা যায় না,
    “মা”রে ভোলা যায়।

  • নিছক

    নিছক গল্পচ্ছলে হলেও ভালবাসিস,
    নিছক কল্পনা হলেও কাছে থাকিস।

  • ভালবাসা

    ভালবাসতে গিয়া শুনি ভালবাসার বাজার ভাল না,
    বেচতে চার আনা আর কিনতে চাইলে ষোল আনা।

  • এনজিও

    “এনজিও” নামক যাদুবিদ্যায় দারিদ্রতা কমে না, বরং বাড়ে। দু চারটি স্কুল তৈরী করে তাতে বিনা পয়সায় বই, খাতা, কলম আর দুপুর বেলা পুষ্টি যুক্ত বিদেশী বিস্কুটে কোনদিন দিনবদল আসবে না।

  • soulmate

    grill mat কিনতে পাওয়া যায়রে পাগলা, কিন্তু soulmate কিনতে পাওয়া যায় না।