তার পানের স্টকের কী খবর জানি না,
চায়েই আছে নাকি কফির প্রেমে মজেছে তাও জানি না।
Blog
-
তাহার খবর
-
শুভেচ্ছা চায়ের পাতায় আর ঠোঁট রাঙ্গা পানে।
শুভেচ্ছা রইল সখি আগাম শুভ জন্ম দিনে,
জগত আবার মেতে উঠুক নব দিনের গানে।সখি, গার্দার জলে ভেসে যাক তোমার দুঃখ-ব্যথা যত,
শুণ্যে মিলাক তোমার হৃদয়ে জমে থাকা সব ক্ষত।সুখের পায়রা উড়ে বেড়াক তোমার ডানে-বাঁয়ে,
আবার তোমার সকাল হোক গরম গরম চায়ে।সখি, ভালবাসার কঙ্কন জড়িয়ে থাক তোমার লম্বা আঙ্গুল,
জগতের সকল যুদ্ধ থামুক, থাকুক তোমাতেই মশগুল।শুভেচ্ছা রইল সখি আগাম শুভ জন্ম দিনে,
শুভেচ্ছা চায়ের পাতায় আর ঠোঁট রাঙ্গা পানে।সখি, পিয়াইন নদীর জলে ভাসিয়ে দিলাম শুভেচ্ছার এ নাও,
পৃথিবীতে যত সুখী মানুষ, তার এক তুমি হও। -
তুমিই আমার শেষ নও
হু………. শেষ পর্যন্ত চলেই গেলে…………
যাও, কোন আপত্তি নাই………….
শুধু যাওয়ার আগে জেনে নাও………..
তুমিই আমার শেষ নও……….. :p -
খেলা
সেমিতে উঠে গেছি সখি শুনছো?
এক সাথে খেলা দেখার প্রস্তাবটা এবার দিয়ে দিতে পার। -
দাম
চালের দাম বাড়লে বাড়ুক,
তবু ভরসায় কমতি হবে না। -
আঁচল
তোমার আঁচলে ঘাম মুছিবো,
অদম্য আমার সাধ। -
তুমি নেই বলে
তুমি নেই বলে প্যাঁচাগুলো অমন মায়াবী…
চোখে তাকায় না আর…
ওদের চোখে তাকালে এখন ভয়ে…
রক্ত হিম হয়ে যায়…
অথচ কোনও এক সময় প্যাঁচাগুলো ছিল অনিন্দ্য সুন্দরী… -
কাপালিক
কাপালিক রাষ্ট্র তোমার আর কত রক্ত চাই?
-
বুর্জোয়া
পুঁজিবাদী এ সমাজ ব্যবস্থায় সখি, বুর্জোয়া আমাদের সংখ্যাই বেশী।
-
আব্বু তুমি কান্না করছো যে
হে মানবতার কান্ডারী, “আব্বু তুমি কান্না করছো যে” ক্যাম্পেইন এর মহান ভক্ত-সমর্থকবৃন্দ বিগত বছরগুলিতে যে কয়েক দিন পর পর হাত-পা বাঁধা, চোখ উপড়ে ফেলা, শত টুকরো হয়ে যাওয়া লাশগুলো নদীর ধারে, রেল লাইনে, এখানো-ওখানে ফেলে রাখত বাসা থেকে তুলে নিয়ে গিয়ে, তখনও কি তোমার হৃদয় এমন করেই কেঁদেছিল নাকি তুমিও চুতিয়ার দলের লোক?