আমি কোনদিন রাষ্ট্র ক্ষমতা হাতে পেলে রানী এলিজাবেথ এর কাছে বেঁচে দিব, চুতিয়া মার্কা স্বাধীনতার চেয়ে নিরাপদ পরাধীনতাই শ্রেয়।
Blog
-
পাপ
কারো নামে মিথ্যা অপবাদ দেয়ার মত মিথ্যা প্রশংসা করাও পাপ।
-
পাহাড়, ঝর্ণা, নদী ও সাগরের গল্প
মেয়েটির নাম নদী,
পাহাড়কে ধোঁকা দিয়ে
সে নিজেকে সঁপেছে সাগরের কাছে।
তারই দুঃখে পাহাড় কেঁদে যায়,
তোমরা তাকে ঝর্ণা বলো। -
শিকড়
আবেগ এর শিকড় উপড়ে ফেলেছি হৃদয়ের গহীন থেকে,
এখন সেখানে শুধু আলু-পটলের চাষ হয়।
-
সেফুদা
সেফুদা মদ খায় আর আমরা খাই
বাম্পার ফলিত লিচু, পেয়ারা, আম কিংবা জাম
সেফুদার মনে বেজায় কষ্ট
বিপরীতে আমরা জানি না কষ্ট কাহার নাম!
আমাদের তো বিটিভি আছে, আরো আছে একাত্তর কিংবা
এবিসি রেডিও ভাই
সেফুদার খালি ইউটিউব আর ফেসবুক আছে
আর কোন বালই নাই।
সেফুদা যে দেশে ভিক্ষা করে
ভাতের অভাবে মদ খেয়ে টাল-মাতাল
সে দেশ কি ভাই আমাদের মত!
আমাদের দেশ তো প্রথম ডিজিটাল
সেফুদা তুমি মদ খেয়ো না, মানুষ হয়ো না
আগে বাঙ্গালী হও
দীক্ষা যদি লাগে তবে একবার পূণ্যভূমি সিলেট ভ্রমণে যাও
সেখানে ৩৬১ আউলিয়া আছেন; বাবা শাহ জালাল-শাহ পরাণ
আর আছেন শাহ ইকবাল
তাহার কাছে দীক্ষা নিয়া হও খাঁটি বাঙ্গালী মাল। -
প্রেতাত্মা
ভুট্টোর প্রেতাত্মা ঘুরে বেড়ায় বঙ্গে,
ইয়াহিয়া-আইয়ুব খান ঘোরে সঙ্গে সঙ্গে। -
ভরসা
সন্ধ্যা, মোমের বাতি
জানালায় খেক শেয়ালের হাঁক,
ভয়ার্ত তোমার বদনখানি পরম ভরসায়
আমার বুকে সারাটি জনম থাক। -
আস্থা
তোমার চোখে মিথ্যাচার_
কেমন করে তোমার চোখে আস্থা রাখি আর… -
হৃদয়
আমি “হৃদয়” বানান ভুলে গেছি, হৃদয় না থাকলে যা হয়।
-
বিশ্বাস
বিশ্বাস আমাদের মাঝে মাঝে কাঁটা হয়ে দাঁড়ায়,
মাঝে মাঝে ম্যাজিকে বিশ্বাসী কোনও যুবক মুখ থুবড়ে পড়ে শুধু মাত্র বিশ্বাসের জন্য।
অথচ তার বিশ্বাসী সেই ম্যাজিকটি হয়তো তারই বন্ধুর ক্ষেত্রে ঘটে, অথবা বিশ্বাসী কৃষকের শষ্য নষ্ট করে দিয়ে যায় বণ্য হাতী।
আসলে বিশ্বাস সব সময় আমাদের অনুকূলে থাকে না, মাঝে মাঝে আমরা বিশ্বাসের পরীক্ষায় অবতীর্ণ হই।
তবু, উই মাষ্ট বিলিভ ইন ম্যাজিক।