Blog

  • পিরিতি

    আজব এই দুনিয়া আজব তাহার রীতি,
    যে চলে যায় ছেড়ে তার লাগিয়াই পিরিতি।

  • আঁচল

    তোমার আঁচলে ঘাম মুছিবো,
    অদম্য আমার সাধ।

  • প্রতীক্ষা

    পাওয়া হয়ে গেলে সব, ফুরিয়ে গেলে তীব্র-
    যন্ত্রণা তোমাকে না পাওয়ার!
    সখি, জ্বালানি কোথায় পাবো বেঁচে থাকার!

    #দশকিয়া #ত্রিনেত্র #প্রতীক্ষা #সখি ‌#জ্বালানি

  • সাথী

    আমি কারো বিনিদ্র রজনীর স্মৃতি হতে চাই না,

    যদি পারো, করে নিও তোমার নিদ্রার সাথী।

  • Rose

    Rose

    নামের মতো সুবাসিত-সুন্দর হোক তোমার জীবন।

  • প্রতীক্ষা

    রফিক আজাদের মতো তোমার প্রতীক্ষায়-

    পায়ে শিকড় না গজানো অবধি আমি ঠাঁয় দাড়িয়ে থাকবো।

    তুমি আমাকে উপেক্ষা করতে পারলেও, আমার-

    প্রতীক্ষাকে উপেক্ষার শক্তি স্রষ্টা তোমাকে দেবেন না।

  • বাবা

    বাবাদের গায়ে থাকে ঘামের গন্ধ,

    তাই বলে কি সব সন্তান লুকায় মায়ের আঁচলে?

  • ভাত ও তুমি

    ভাত ও তুমি

    তোমার মতো ভাত,

    অথবা – ভাতের মতো তুমি।

    কাছে পেলে যতটা না ক্ষুধা,

    দূরে গেলে বহুগুণ।

  • নিঃশব্দ

    বঞ্চিত প্রেমিকের যাতনা,

    আর লুন্ঠিত প্রেমিকার বেদনা,

    কেউ শুনতে পায় না।

  • ওজন

    প্রিয়তমেষু রূহি,

    তুমি হয়তো জানো যে, আত্মার ওজন মাত্র ২১ গ্রাম,

    অথচ, এই ২১ গ্রাম ওজনের আত্মা একটা মানুষের সবচেয়ে দামী সম্পদ।

    ঠিক তেমনই, আমার ভালোবাসার হয়তো কোন ওজনই নেই,

    কিন্তু, এটাই তোমাকে দেয়ার মতো আমার সবচেয়ে বড় সম্বল।

    – নিতান্তই দরিদ্র এক প্রেমিক

    টিকাঃ “রূহি” (روحي) একটি আরবি শব্দ, যা আত্মা বা রূহ (روح) শব্দ থেকে উদ্ভূত। এটি একটি গভীর আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ শব্দ, যা প্রায়শই ভালোবাসা, আত্মিকতা এবং অন্তরের গভীর সংযোগকে প্রকাশ করতে ব্যবহৃত হয়।