Blog

  • আবুলের দেশে

    এতোদিন বেশ ভালই চলছিল কিন্তু সেদিন ছিল মফিজের জন্য কুফা, মফিজ ধরা খেয়ে গেল। মফিজের কুকীর্তির প্রমান স্বরুপ বেশ কিছু স্ক্রিনশট চলে এলো সোশ্যাল নেটওয়ার্কে।

    কয়েক ঘন্টার মধ্যে বেশ কয়েক জন মুখ খুললো। এতোদিন তারা মফিজ ও তার সিন্ডিকেটের কুকীর্তির শিকার হলেও স্বাক্ষী প্রমানের অভাবে প্রকাশ করতে পারছিল না।

    রাত ৮ টা ২৪ মিনিটে ফেসবুক সেলিব্রেটি আবুলের স্ট্যাটাস থেকে জানা গেলো আনুমানিক সন্ধ্যা ৭টায় মফিজকে এলাকার চায়ের দোকান থেকে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, তাদের কাছে যথেষ্ট স্বাক্ষী-প্রমান আছে যে, মফিজ ঘুষ খায় না। সেই সাথে সে তার অন্যান্য কলিগদের ঘুষ না খেতে উৎসাহ দেয়।

    আমরা কাল মফিজকে আদালতে তুলবো, মাননীয় আদালতের কাছে তার ১২ দিনের ডিম থেরাপীর আবেদন করবো। আশা করি আমরা মফিজের মুখ থেকে বেশ চাঞ্চল্যকর তথ্য বের করতে পারবো।

  • বেওয়ারিশ

    ৩০২০ সাল, পুরো পৃথিবী এখন রোবটের হাতে, ঢাকা নামক শহরের আনাচে কানাচে রোবটের পাশাপাশি বাস করে কিছু বেওয়ারিশ মানুষ।

    তাদের অত্যাচারে একদল রোবট ‘রোবট বন্ধন’ করেছে “বেওয়ারিশ মানুষ হতে পরিত্রাণ চাই”।

    মেয়র সাহেব তখন সিদ্ধান্ত নিলেন ‘বেওয়ারিশ মানুষগুলোকে মেরে পুতে ফেলা হবে’, যদিও ৩০১৯ সালের আইনানুসারে তা দণ্ডনীয় অপরাধ।

    ঢাকা শহরে বেওয়ারিশ কুকুর নিধনের প্রতিবাদে লেখা একটি ফিকশন।

  • ফাঁদ

    ফাঁদ পেতেছি, প্রেম ধরবো বলে।

  • পল্টিবাজ

    ঘটনা হচ্ছে প্রাক্তন এর বিয়ের পর এই প্রথম দেখা, তারে বললাম চলো এবার চিল করি।

    সে বলে ছিঃ কী বলছো এসব? আমার তো বিয়ে হয়ে গেছে!

    অথচ, কথা ছিল বিয়ের আগে কিছু হবে না, যা হবার সব বিয়ের পরে হবে।

    বিয়ের পরে সোজা পল্টি নিলো!!!

    #প্রাক্তন#পল্টিবাজ

  • ভাঙচুর

    ক্রাশকে বললাম, আমি ভাবছিলাম একেবারে ব্লক করছেন, কয়েক ঘন্টার জন্য ব্লক করার কারন কী?

    বললো, আপনি ভেঙ্গে পড়ছিলেন আমার উপর, তাই আমি একটু পাশে গেলাম যাতে আমার উপর না পড়েন। আমার উপর পড়লে তো দু’জনই ভেঙ্গে যাবো!

    #ক্রাশ#ভাঙচুর#ভাংচুর#crush

  • বরং মন খারাপ হবো

    — শুনলাম তোমার নাকি সারাক্ষন মন খারাপ থাকে!

    — তো!

    — আমি তাহলে মন খারাপ হবো।

  • প্রাক্তন ও পুলিশ

    গত বছরের ঘটনা, জিইসি থেকে প্রাক্তন আর আমি

    সিএনজিতে আসতেছি একে খান, রেল গেইটে পুলিশ আটকে জিজ্ঞেস করলো আমরা কী হই।

    আমি ভাবতেছি কী বললে পুলিশও রাগ করবে না, প্রাক্তনও রাগ করবে না।

    আমি ভাবতে ভাবতেই প্রাক্তন বলে কাজিন।

    এখন পুলিশের প্রশ্ন সিলেট আর চিটাগং এ কাজিন হয় ক্যামনে!

    পুলিশের কথা শুনে আমি স্ট্যাচু! কাজিন ২ বিভাগে থাকতে পারে না?

    #প্রাক্তন #পুলিশ

  • রাষ্ট্র ও ধর্ম

    রাষ্ট্র নিজেই যেখানে ধর্ম, সেখানে রাষ্ট্রধর্ম একটি অপ্রয়োজনীয় আলোচনা।

  • অব্দোদ দেশ

    এতিমদের ২ কোটি টাকা খেয়ে একজন জেল এ, সেই এতিমদের কোটি কোটি টাকার চামড়া খেয়ে আরেকজন এখনো প্রধানমন্ত্রী।

    কী অব্দোদ একটা দেশ!

  • মমতাময়ী

    তুমি রাখলে পা, সাগর জল হয় মিষ্টি;
    তুমি ওগো মমতাময়ী খোদার সেরা সৃষ্টি।