যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে-
জানি, মারবি জুতো-
এখন যে তোর এতো প্রেম,
জানি, সবই ক্ষমতায়নের ছুতো।
Blog
-
ক্ষমতায়ন
-
বৃষ্টি
প্রিয়তমেষু বৃষ্টি,
এসেছো যখন বদনাম তো হয়েছেই, থেকে যাও তবে আমার ঘরে।
– জয় কল্যাণীয়েষু
-
নন্দীনি
প্রিয়তমেষু নন্দীনি,
আমি তোমার ক্লান্ত রোদেলা দুপুরে হাত পাখার বাতাস হতে চাই।
জয় কল্যাণীয়েষু
-
নীড়
খাঁচা নয়, হৃদয়টাকে নীড় বানাও,
পাখি যতই দূরে যাক-
নীড়ে সে ফিরবেই।
-
পানি পড়া
প্রিয়তমেষু হুমায়রা,
পানি পড়া খাওয়াবো তোমায়, যতন করে খেয়ো।
-
আত্মহুতি
প্রিয়তমেষু অগ্নি,
অনুমতি দাও… আত্মহুতি দেই তব প্রেমের আগুনে।
— জয় কল্যাণীয়েষু
-
কবিতা
ভাবছি আমিও একটা কবিতা লিখবো তোমাকে নিয়ে…
-
শুনানী
একজন খুনী বা ধর্ষক আদালতে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়,
কিন্তু একজন প্রেমিকের ফাঁসি হয় কোন প্রকার শুনানীবিহীন।
-
আজ শুভ্রর বিয়ে
আজ শুভ্রর বিয়ে…
আমি হুমায়ুন আহমেদকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই না, তাই গল্পটা এখানেই শেষ।
এবং হুমায়ুনের গল্পের মতো কোন রেল স্টেশনে না হয়ে দরিদ্র পিতার সেই ছোট্র ঘরটিকেই বানানো হয়েছে বাসর ঘর, সেই ঘরেই জরী অপেক্ষা করছে এক জনমের সাধনার সেই বাসরের।
-
বেহায়া
আমি বেহায়ার মত করি তোমারি প্রেম প্রার্থণা।