তোমাকে পুণ্ড্রবর্ধন থেকে পরশুরামের সেই-
অমরত্ব কুয়ার জল এনে খাইয়ে দিবো একদিন,
অমর হয়ে যাবে সখি।
তখন বুঝবে একাকীত্বের কী নিদারুণ জ্বালা।
#চতুর্বেদ#দশকিয়া#অমরত্ব#পুণ্ড্রবর্ধন#পুণ্ড্রনগর#মহাস্থান#পরশুরাম#সখি
তোমাকে পুণ্ড্রবর্ধন থেকে পরশুরামের সেই-
অমরত্ব কুয়ার জল এনে খাইয়ে দিবো একদিন,
অমর হয়ে যাবে সখি।
তখন বুঝবে একাকীত্বের কী নিদারুণ জ্বালা।
#চতুর্বেদ#দশকিয়া#অমরত্ব#পুণ্ড্রবর্ধন#পুণ্ড্রনগর#মহাস্থান#পরশুরাম#সখি
ransomware তোমার বাড়ী পাঠাব,
বড় করে লেখা থাকবে –
মেয়ের বিনিময়ে সব ফেরৎ নাও।
মস্তিষ্কের যে ফোল্ডারটাতে তুমি আছো,
sudo rm -rf কমান্ড মেরে দেব একদিন ঠিক।
পাগল রাগ করে চলে যাবে, খুঁজেও পাবে না,
পাগল কষ্ট চেপে চলে যাবে ফিরেও আসবে না।
ভাঙ্গারীওয়ালা যখন কড়া নাড়ে দরজায়…
ঠিকই তো হাজির হও ভাঙ্গা হাড়ি-কলসি নিয়ে…
আমার বেলায় ভাঙ্গা মনে কেন বেরিয়ে আসো না প্রিয়…?
রাজনীতি তুমি মহান,
তুমি অবিনশ্বর।
তোমার কাছে হয়তো কোনদিন,
হারবেন সয়ং ঈশ্বর।
জীবন তবু বয়ে যাবে, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে,
রামপাল নিয়ে রাম ছাগলের পালেরা ম্যাৎকার করবেই।
যে হাসপাতালে শহীদ কাদরী ঘুমিয়ে যাবেন-
সেই হাসপাতালেই এবরশনের বিষাক্ত থাবায়,
পৃথিবীর মুখ দেখার আগেই বিদায় নিবে কোন গর্ভ শিশু।
ফিরে আসি ফের দেশে-
এখানে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে কোন জোচ্চর মন্ত্রী বলে উঠবেন-
ভারতের দেয়া বন্যার জল দেশের জন্য আশীর্বাদ।
ঐ দিকে ইনু, পিতা. পিতা.. পিতা… বলতে বলতে মুর্ছা যাবে বারংবার,
তাই দেখে সবাই বলে উঠবে আহ! ছেলেটা কত যে পিতৃভক্ত!
টিউশনি পড়ানো যুবক স্বপ্ন দেখবে- বেতনের টাকায় বাসা ভাড়ার বকেয়া দিবে,
ছিনতাইকারী যুবক চিন্তা করবে- মক্কেল না পেলে মায়ের ঔষধ কিনতে টাকা পাবো কোথায়!
চাকুরী খোঁজা যুবক ভাববে আরেকটি মাস শেষ!
জগন্নাথে ছাত্র-ছাত্রীদের উপর জয় বাংলা বলে হামলে পড়বে জয় বাংলার ছেলেরা।
কাল পত্রিকার পাতা উল্টে জানবেন-
এ মাসে সারাদেশে ধর্ষণের মামলা হয়েছে ৩৩১টি।
তুমি তো খোকন ভাইয়ের বরাদ্দকৃত নৌকা পেয়েই যাবে,
আওয়ামীলীগ করি না বলে আনিস ভাইয়ের চামুন্ডারা আমার নৌকা খানি মেরে দিতে চাইবে।
কোনক্রমে উদ্ধার করে নেব, তারপর আমাদের দেখা হবে ফার্মগেট লেক এ।