Blog

  • কবি

    এসব রমনীরা আমাদের প্রতিটি মূহৃর্তকে কেড়ে নেয়,
    আমাদের চিন্তা-চেতনা-
    অবশেষে ছুঁড়ে ফেলে আস্তকুঁড়ে।

    আজ যে ছেলেটা মেধাবী-
    কাল সে হয়ে যায় মাদক সেবি,
    এভাবেই রমনীরা আমাদের
    অনুভূতি গুলো কেড়ে নেয়।
    আমাদের হাসি-কান্না।।

    অবশেষে ছুঁড়ে ফেলে গহীন শুণ্যে,
    আজ যে ছেলেটা সবচেয়ে সুখী-
    কাল সে হয়ে যায় দুঃখ ফেরারী।

    যে ছেলেটা ডাক্তার হবে-
    সেই হয় তো হয়ে গেলো রফিক আজাদ।

    এভাবেই বেড়ে চলে কবিদের ভীড়,
    এভাবেই হয়তো আমরা সুনীলদের ভীড়ে মিশে যাই।

  • সিনিয়র

    দুই বৎসরের সিনিয়র তাই আপু,

    প্রেম কি বয়স বাঁধা মানে বাপু?

  • অধিকার

    বাঁচার অধিকার তেমন-

    আন্দোলিত হোক,

    চা বাগিচার কলি যেমন-

    নতুন হাওয়ায় আন্দোলিত হয়।

  • লাশ

    মরে গেলেই তো আমি আর ‘আমি’ নাই,

    আমি হয়ে গেছি লাশ!

  • কিডন্যাপ

    কিডন্যাপ হয়ে গেছে মন,
    এই জীবনে হবে না আদায় মুক্তিপণ।

  • পাপী

    ছেলে- তুমি যদি সাথে থাকো, সখি জাহান্নামে যেতে রাজী।
    মেয়ে- আমারে তোর মত পাপী মনে হয়?

  • মুখোমুখি

    দুই কাপ কফি
    আবার হবে সখি,
    আবার কোন দিন
    তুমি-আমি আর সন্ধ্যা মুখোমুখি।

  • একজন প্রেমিকা চাই

    জগত জুড়ে ৪’শ কোটি গার্লফ্রেন্ড-
    কিন্তু, আমি একজন প্রেমিকা চাই।

  • প্রতারণা

    সখি, প্রতারণার মামলায় কোন প্রেমিকা গ্রেফতার-

    হয় নি বলে ভেবো না সব প্রেমিকাই ধোয়া তুলশী পাতা।


    প্রতারণার মামলায় যদি ফাঁসি হয় তবে-

    ক্লিওপেট্রার মরণোত্তর ফাঁসি দিয়েই শুরু হবে।

  • প্রতীক্ষা

    প্রিয়তমেষু প্রতীক্ষা,

    তোমাকে পেয়ে গেলে পাওয়া হয়ে যাবে সব, পানসে হয়ে যাবে এ বেঁচে থাকা।

    – প্রতীক্ষমান জয় কল্যাণীয়েষু

    #একলাইনেরচিঠি#প্রতীক্ষা#প্রিয়তমেষু