Blog

  • ঐশী

    ঐশী, সেই অভাগার নাম,
    এতিম হওয়ার সাথে জুটলো-
    পিতৃ-মাতৃ খুনের বদনাম।

  • রতোরমেলা

    রতোরমেলার দিন হিরবার দেখা অইবো কইছলায়, কইছলায় ফুরকির দকিন বাজুত থাখতাম।
    এরে, হুনরায় নি? তুমি তো আইলায় না, আমি হারা দিন ফুরকির দকিন বাজুত থাখলাম।

    #রথ #মেলা #দশকিয়া #দ্বিপক্ষ

  • ভালোবাসি

    ক্রাশকে লিখলাম “কেমন আছেন? ভালোবাসেন?”
    ক্রাশ উত্তর দিলো “জ্বী, আপনি?”
    সাথে সাথে উত্তর দিলাম “আমি তো সেই কবে থেকেই ভালোবাসি আপনাকে”।

    তারপর থেকে আর ম্যাসেজ যাচ্ছে না, ম্যাসেঞ্জার কি আবারও ডাউন?

  • বয়সের কী দোষ?

    সম বয়সী তুই,
    ভালবাসবি না তাই।
    এ কেমন কথা?

    বয়সের কী দোষ?
    বয়সে কি আসে যায়?
    পেয়েছিস তুই কোথায়-
    এ আজগুবি প্রথা?

  • নারী

    নারীর চুলের আগা থেকে
    পায়ের ধুলোবধী প্রেম।
    সে প্রেমে যে পুরুষ ধরা পড়ে না-
    সে পুরুষ নিখাঁদ পুরুষ নয়।

  • পজিটিভ

    বর্ষা দেখা হলে বা ফোনে কথা বলার সময় প্রতিদিনই নানা সমস্যার কথা বলে, এসব দেখে দেখে বিরক্ত হয়ে রিপন একদিন বললো-
    তোমার কাছে কি পজিটিভ কিছু নাই? এদিকে বউয়ের জ্বালা, আর ঐ দিকে তোমার মুখে সারাক্ষন এতো এতো নেগেটিভ কথা শুনতে আর ভালো লাগছে না।

    তারপরের দিন বর্ষা ফোন করে বললো- বেবী, তোমার জন্য একটা পজিটিভ নিউজ আছে।
    রিপন উৎফুল্ল কন্ঠে বললো- তাই! তা কী সে খুশীর সংবাদটা বেইব?
    বর্ষা- প্রেগনেন্সি টেস্ট করিয়েছিলাম, রিপোর্ট পজিটিভ আসছে 🥰💃.

    পজিটিভ নিউজ পেয়ে তো রিপন এর মাথা নষ্ট, এদিকে বউয়ের সামনে সে নিষ্পাপ, ভোলভালা মানুষ। এখন যদি এসব ফাঁস হয় তাহলে তার কপালে সত্যিই দুঃখ আছে, বউ বাচ্চাদের নিয়ে নির্ঘাৎ বাপের বাড়ী চলে যাবে। তড়িঘড়ি করে বললো তুমি কোথায় আছো, আমি এক্ষুনি দেখা করতে চাই। দেখা হওয়ার পর বেশ কিছুক্ষন আলাপের পর বর্ষা বললো- বাবু, শোনো, আরো একটা পজিটিভ নিউজ আছে।
    রিপন – আবার পজিটিভ নিউজ!
    বর্ষা – এই দেখো, এখনই ম্যাসেজ আসলো, আমি কোভিড পজিটিভ। রিপন কাঁদতে কাঁদতে বাড়ীর দিকে রওয়ানা হলো।

    সেদিন আর তাদের মধ্যে কোন কথা হয়নি, রিপন বাসায় গিয়ে ফোন অফ করে ঝিম মেরে বসে ছিলো। বউ-বাচ্চার দিকেও একবার ফিরে তাকায় নি, ভিতরে তার ধরা খেয়ে যাওয়ার ভয় কাজ করছিলো।

    পরদিন সকালে ফোন খুলে দেখে বর্ষা একটা মেডিকেল রিপোর্ট এর ছবি তুলে পাঠাইছে।
    সাথে বর্ষা লিখেছে- বাবু, আরো একটা পজিটিভ নিউজ। আমাদের দু’জনেরই HIV পজিটিভ।

  • তোমায় পারবে না নিতে কাড়িয়া

    লেট নাইট অফারে ছেলে-মেয়ের কথপোকথন চলছে।
    ছেলেঃ-
    জেল-জুলুম-হুলিয়া
    আমায় পারবে না রাখতে ধরিয়া,
    কারফিউ-ধর্মঘট কোন ধারা
    তোমায় পারবে না নিতে কাড়িয়া।
    মেয়েঃ- জান, আমার করোনা পজিটিভ। 😢
    ছেলে সাথে সাথে লাইন কেটে ৩টা কল দিলো, কলগুলো ছিল এমন-
    পুলিশ – আমি খুন একটা করেছি, প্লিজ আমাকে গ্রেফতার করেন এসে।
    মাদক নিরাময় কেন্দ্র – আমি মাদকাসক্ত, প্লিজ আমাকে এসে নিয়ে যান।
    হেমায়েতপুর – আমি গারদ হয়ে গেছি, প্লিজ আমাকে আপনাদের পাগলে নিয়া আটকে রাখেন।

  • নায়িকা নিরুদ্দেশ

    গল্পটা ওখানেই শেষ হওয়ার কথা ছিল,
    কিন্তু পরিচালক চাইলেন গল্পে একটু ভিন্নতা আনবেন।
    তাই, হঠাৎ গল্পের নায়িকা নিরুদ্দেশ।

    নায়কের কথা বলছেন?
    তিনি আর কি করবেন!
    বোতল ধরেছেন,
    দেবদাস হলেন অবশেষ।

  • ফাঁকি

    তোমার ঠোঁটে এঁকে দিব কলঙ্ক, তারপর সখি-
    দেখব কি করে দেও ফাঁকি?

  • প্রকৃতি ও অনিয়মের গল্প

    আকাশটা ঘোলাটে লাগছে বেশ, বোধহয় বৃষ্টি হবে।
    এ বসন্তে বৃষ্টি হবে ভাবতে কেমন যেন লাগছে!

    বসন্তে বৃষ্টি মানেই প্রকৃতির অনিয়ম, প্রকৃতি যখন অনিয়ম করে তখন তা খুব ভয়ঙ্কর হয়।

    তাই মনে খুব ভয় হচ্ছে, আমার দুঃশ্চিন্তিত চেহারা দেখে ঝর্ণা ভয় পেয়ে ডান বাহুটা আলতো করে জড়িয়ে ধরে বললঃ কি হলো জান? হঠাৎ এমন দুঃশ্চিন্তিত লাগছে কেন তোমাকে?

    আমি বললামঃ কেমন যেন বর্ষা বর্ষা লাগছে না? বসন্তে বর্ষা খুব খারাপ।

    হঠাৎ করেই ঝর্ণা আমার হাত ছিটকে দিয়ে বললঃ আমি এইটুকুই জানতে চেয়েছিলাম, বর্ষাপুর সাথে তোমার কী রিলেশন শুনি?

    উনি তোমার সব ব্যপারে নাক গলান কেন? আর তুমিই বা তাতে বাঁধা দাও না কেন? কই? কি হলো? উত্তর দাও!

    ঝর্ণা বলেই যাচ্ছে আর বলেই যাচ্ছে… আমার কানে তা যেন প্রবেশ করছে নাম আমি আকাশের দিকে তাকিয়ে ভাবছি…

    “বসন্তে বর্ষা খুব ভয়ঙ্কর…”