ইনবক্স নোটিফিকেশনে লাল রঙ্গে ১ লেখা দেখে ক্লিক করলো মালিহা, চাঁদ রাতে যেন পূর্ণিমার আলো ছড়ালো তার মনে।
জয় সুন্দর একটা স্টিকার পাঠিয়েছে, তাতে লেখা “আই লাভ ইউ”…
খুশিতে আত্মহারা হয়ে কতক্ষন লাফালাফির পর নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে রিপ্লাই দিল-
” কী বলছো এসব! আমি কল্পনায়ও ভাবি নি।”
জয়ের ধারনা ছিল মালিহা রিজেক্ট করবে, আরও খারাপ কিছু বলবে ভেবে রেখেছিল। তাই পূর্ব পরিকল্পিত “ঈদ মোবারক” লেখা স্টিকারটি পাঠিয়ে বলল ” স্যরি, ভুলে আগের স্টিকারটা চলে গেছে।”
আঁতুর ঘরেই মৃত্যু হলো একটি মধুর প্রেম কাহিনীর।
Blog
-
আঁতুর ঘর
-
বঙ্গভূমি
হৃদয়ের গহীনে-
অতীব যতনে,
রয়েছো তুমি-
হে বঙ্গভূমি।অ থেকে চন্দ্রবিন্দু-
শুণ্য থেকে অসীম সিন্ধু,
রয়েছো তুমি-
হে বঙ্গভূমি।আদি থেকে অন্ত-
সীমা থেকে দিগন্ত,
রয়েছো তুমি-
হে বঙ্গভূমি।ভোরের আলোয়-
রাতের কালোয়,
রয়েছো তুমি-
হে বঙ্গভূমি।নজরুলের কাব্যে-
জয়নুলের চিত্রে,
রয়েছো তুমি-
হে বঙ্গভূমি। -
ন্যায্য অধিকার
ত্রাণ নয় সখি, আমি আমার ন্যায্য প্রেম চাই।
-
নীরব প্রতিবাদ
আয়া সোফিয়া যেদিন অর্থোডক্স থেকে ক্যাথলিক গীর্জায় রুপান্তর হয় সেদিন সেখানে উপস্থিত কে যেন বলে উঠেছিলেন, “এভাবেই একদিন এখানে মসজিদ হবে”।
যেদিন আয়া সোফিয়া সত্যি সত্যি মসজিদ হলো সেদিন ঐ একই ব্যাক্তিকে আবার দেখা গেলো, তিনি সেদিন বললেন, “এখানেই একদিন হনুমানের পুজো হবে”।
২৫ শে ফেব্রুয়ারী, দিল্লীতে সেই একই ব্যাক্তিকে আবার দেখা গেলো, তিনি আজ বললেন, “কাল যদি এখানেই বুদ্ধ তাঁর আস্তানা গাড়েন, তখনও আমি এখানে থাকব; দখলদারিত্বের বিরুদ্ধে থাকবে আমার নীরব প্রতিবাদ।” -
স্মৃতিস্থির
আন্তনগর রেল এর মত দ্রুত গতিতে বন্ধুদের বয়স বেড়ে যায়,
আমিই শুধু বিয়ারিং এর খেলনা গাড়ীর মত র’ই-
যেখানে ছিলাম সেখানেই। -
একাকার
তোর রক্ত-মাংসে মিশে যাবো বলেই,
এ জনমে জন্মেছি মানুষ হয়ে। -
উত্তর-দক্ষিন
সখি, তোমার বাড়ীর উত্তরের রাস্তায় প্রেম ছিটাইলাম
আর তুমি কিনা প্রেম খুঁজে যাও দক্ষিনের সমুদ্রে!
#সখি #প্রেম #উত্তর #দক্ষিন #সমুদ্র #রাস্তা -
অদেখা
প্রিয়তমেষু অদেখা,
সত্যি যদি কোনদিন ভালবেসে সামনে দাঁড়াই, চিনতে পারবে তো…?
– জয় কল্যাণীয়েষু#প্রিয়তমেষু #অদেখা
-
মানুষ
মানুষে মানুষেই ভালোবাসা হয়,
মানুষে মানুষেই হয় খুন।#মানুষ #ভালোবাসা
-
ভান
এভাবেই তুমি না বোঝার ভান করো,
আমিও ভান করি।
যেন তুমি বুঝতে পেরেছো তা আমি বুঝি নি,
এভাবেই দূরের তুমি, দূরেই র’য়ে যাও।
আমি দূর থেকে চেয়ে থাকি,
আর এভাবেই-
চাঁদের মত তোমায় নিয়ে কাব্য লিখি।