একাডেমিক সার্টিফিকেট কিছু না, রবীন্দ্রনাথ-আইনস্টাইন পড়ালেখা না করেই হ্যান করেছেন-ত্যান করেছেন এইসব গত শতাব্দীর শান্তনা বানী এই শতাব্দীতে দিবেন না দয়াকরে।
এসএসসি, এইচএসসি, অনার্স, মাষ্টার্সের সার্টিফিকেটের বোঝার সাথে বেকারত্বের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যার চেয়ে এইচএসসিতে আত্মহত্যাই উত্তম, এসএসসিতে কিংবা জেএসসিতে করা সর্বোত্তম বলে মনে করি।
বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে, তবে মানুষ থাকবে দরিদ্র।
শতভাগ শিক্ষিত হবে, তবে চাকুরীর বাজারে টিকবে না।
নারীর ক্ষমতায়ন হবে, কিন্তু ধর্ষণ কমবে না।
গ্রামগুলো সব শহর হয়ে যাবে, কিন্তু মানুষগুলো খাবার পাবে না।
Blog
-
সার্টিফিকেট
-
তিথী
এসো সখি, চোখের ভিতর আকাশ; আকাশে ডানা মেলে উড়ে বেড়াও-
ভালবাসিবার এমন সুযোগ হয়তো আর হবে না। -
প্রশ্ন বোধক চিহ্ন
একটি বাক্যের শেষে প্রশ্ন বোধক চিহ্ন,
কবে পাবো স্বাধীনতা? -
গহীন বন
এ দেশটা যদি কোন গহীন বন হতো,
তবে বড় ভাল হতো।রোজ ভোরে কোন বোনের আর্তনাদ শুনে ঘুম ভাঙ্গতো না।
-
স্বাধীনতা
দুয়ারে এসেছে ভিখারী।
ডাকিছে তোমায়,
দ্বার খোল হে স্বাধীনতা। -
দারিদ্র
হে দারিদ্র, জানি না কি আছে মোদের,
কেন ছাড়ছো না তুমি এ বঙ্গবাসীর পিছু। -
স্বাধীনতা
রমজানে একটাই মোর চাওয়া হে খোদা,
বাঙ্গালীরে দাও স্বাধীনতা। -
সোনালী ডানার চিল
কাল ঘুম থেকে উঠবো খুব তাড়াতাড়ি……
কথা দিয়েছে সে কাল ভোরে আসবে আমার বাড়ী….. -
সোনালী ডানার চিল
একদিন-
একটি চিল আসবে,
বসবে ছোট্র জামরুলের-
ডালে, তার জন্য প্রতীক্ষা সকলের।
সোনালী ডানার চিল।।
তার সেই ডানায়,
আঁকা থাকবে স্বাধীনতার মানচিত্র।। -
মালিহা
মালিহা-
সে এক কল্প জগতের প্রেয়সীর নাম,
যার চোখে-মুখে-অন্তরে অফুরান প্রেম।মালিহা, একটি প্রতিকী শব্দমাত্র-
নির্দিষ্ট কোনও রমণী আমার না,
আমিও কোনও নির্দিষ্ট রমণীর নই।আমি সকল জগতের,
সকল যুগের।
সকল প্রেমিকের প্রতিনিধি।।“মালিহা” শব্দটাও তাই, সকল প্রেমিকার একক নাম।