Blog

  • যদি

    যদি তোমারে না পাই প্রিয়তমেষু,
    তোমার এ দেহ আমার কাছে সাধারণ এক মাটির মূর্তি।

  • ডিসি হিল

    তোমার চোখের প্রথম জলের স্বাক্ষী ডিসি হিল ,
    আমার প্রেমের প্রথম সত্যের স্বাক্ষী ডিসি হিল।

    ডিসি হিল স্বাক্ষী আমাদের বিরহের,
    আমাদের ছিন্নিভিন্ন হয়ে যাওয়া সংসারের।

    বেদেনি মেয়ের কাছে বোকা বনে যাওয়ার স্বাক্ষী ডিসি হিল,
    তেড়ে আসা কুকুরের দাবড়ানির স্বাক্ষী ডিসি হিল।

    ডিসি হিল স্বাক্ষী আমাদের ওজন বেড়ে যাওয়ার,
    অভিমান ভেঙ্গে বুকের ভিতর মিশে যাওয়ার।

  • অগোছালো প্রেম

    আমাদের ফের দেখা হবে প্রিয়তমেষু, ফের কোন এক কনকনে শীতের সন্ধ্যায় আমরা খালি পায়ে বের হয়ে যাবো হুড খোলা রিকসায়।

    দামী রেস্তোঁরায় এমন অগোছালো এবড়োথেবড়ো প্রেমিক জুটি এর আগে পৃথিবী একবারই দেখেছিলো সেই ২০২২ এর নভেম্বরে, তাই শহর জুড়ে কানাঘুষা শুরু হবে আমাদের নিয়ে।

    গোটা শহর জেনে যাবে তাদের প্রেম এখনো অম্লান, এখনো শীতের ভোরে এই পাগল প্রেমিক জুটি অক্সিজেন মোড়ে হুদাই হাঁটতে যায় নাস্তা খাওয়ার বাহানায়।

  • প্রিয় পানীয়

    প্রিয়তমেষু ঈভ,

    গন্ধমের বদলে বিষ হলেও আমি তা পান করতাম, তোমার দেয়া বিষও আমার কাছে প্রিয় পানীয়।

    – এডাম

  • ভালোবাসা

    লাভ ম্যারেজ বলতে আমরা যা বুঝি আসলে তা ইমোশনাল ম্যারেজ। ভালোবাসার বিয়ে বলে আদতে তেমন কিছু নাই, এই জন্যই দেখবেন তথাকথিত লাভ ম্যারেজে প্রচুর ডিভোর্স হয়।

    দুইজন মানুষ দূরে থেকে ১০০ বছর প্রেম করলেও তাদের ভিতরে ভালোবাসা তৈরী হয় না, আবেগ আর দায়বদ্ধতা তৈরী হয় মাত্র।

    সত্যিকার ভালোবাসা তৈরী হয় বিয়ের পর, লাভ ম্যারেজ ও এরেঞ্জ ম্যারেজ, উভয় সংসারই শুরু হয় ভালোবাসার শুন্য পাত্র দিয়ে।

    যখন দুজন মানুষ পাশাপাশি থাকতে শুরু করে, লুঙ্গি পরা পেট মোটা পুরুষটার ঘর্মাক্ত শরীরের গন্ধ যখন নারী আপন করে নিতে শুরু করে-

    মেকআপ বিহীন, উকুন ভর্তি এলোমেলো চুল, শরীর ভর্তি চুলার ধোঁয়ার গন্ধ, মশলার গন্ধ, পান খেয়ে লাল হওয়া মুখে সুপারি জর্দার গন্ধ একজন পুরুষ আপন করে নিতে শুরু করে-

    ভালোবাসা ঠিক সেখান থেকে শুরু হয়।

    সুচিবায়ুগ্রস্থ একটা মানুষ যখন একই টাওয়াল শেয়ার করতে শুরু করে, ঘুম ভাঙ্গার পর নিজের মুখে দুর্গন্ধ আছে জেনেও অপরজনের দুর্গন্ধ মাখা মুখে যখন ঠোঁট ভিজিয়ে চুমু খেতে শুরু করে-

    ভালোবাসা ঠিক সেখান থেকে শুরু হয়।

    এর আগে আপনি যতই ভালোবাসেন বলে মনে করেন না কেন, আপনি এখনো সত্যিকার ভালোবাসা শুরু করেননি।

    আপনি এখনো জানেন না, আপনি মানুষটাকে সত্যি ভালোবাসতে পারবেন কিনা।

  • দেখা যেন হয়

    পাইলে চিঠি উত্তর দিও
    এমন ভাবে উত্তর দিও
    সুখের কান্না হয়।

    সময় পাইলে দেখা দিও
    এমন সময় দেখা দিও
    বুকে মাথা রাখা যায়।

    খবর পাইলে বাড়ি আসিও
    এমন সময় বাড়ি আসিও
    শেষ দেখাটা হয়।

  • লোভ

    প্রিয়তমেষু লিজা ইসলাম

    এক চুম্বনের লোভে কাটিয়ে দিতে পারি কত শতাব্দী তুমি জানো না।

    – জয় কল্যাণ

  • ভয়

    কাটে না তোমার ঘোর,

    কাটে না প্রতীক্ষার প্রহর,

    কাটে না রাত,

    আসে না ভোর।


    কাটে না হারানোর ভয়,

    যদি তোমাকে হারাতে হয়,

    গোটা পৃথিবী করবো-

    ধুসর মরুময়।

  • প্রেমিকার মুখ

    কবিতারাও এবড়ো-থেবড়ো হয়ে যায় প্রেমিকার মুখ আঁধার হলে,
    পূর্ণিমার চাঁদও ফিকে হয়ে যায় প্রেমিকার চোখে জল আসিলে।

  • সুপ্রিয়া

    প্রিয়তমেষু সুপ্রিয়া,

    তুমিও যখন ধান্দাবাজ-চাটুকার, কেমন করে স্বপ্ন দেখি ঘর বাঁধিবার?

    জয় কল্যাণীয়েষু