ঠোঁট খেতে মন চাইছে, আইসক্রিম কামড়ে খাওয়ার মত করে- গোলাপের মত রক্তাক্ত নরম উষ্ণ রমণীয় ঠোঁট, যে ঠোঁটে থাকবে একাধারে এ্যাস্প এর বিষাক্ততা- ও জমজমের বিশুদ্ধতার মাখামাখি। #ঠোঁট #চতুর্বেদ #দশকিয়া #আইসক্রিম #গোলাপ #রক্তাক্ত #রমণী #এ্যাম্প #বিষাক্ত #জমজম #বিশুদ্ধ
Blog
-
ঠোঁট
-
রাজাকার
সিরাজের খুনি যে? রাজাকার সে রাজাকার, যমুনার খুনি কে? রাজাকার সে রাজাকার। #যমুনা #রাজাকার #সিরাজশিকদার #চতুর্বেদ #দশকিয়া #খুনি
-
প্রাক্তন
আজকে অন্য এক প্রাক্তন এর গল্প, আমি লোকটাকে বিজনেস সাপোর্ট দিতাম। এতে উভয়ের সিচুয়েশন বরাবর উইন-উইন ছিল, মাস শেষে উভয়ের ৪০-৫০ হাজার টাকা প্রফিট হচ্ছিল। একদিন তাকে বুঝিয়ে বললাম কেন একজন পূর্ণ বয়স্ক, সুস্থ মানুষের নিয়মিত রক্ত দান করা উচিৎ। এরপর তার রক্তের গ্রুপ জেনে নিয়ে তাকে জানালাম রক্ত লাগলে তাকে যেন পাওয়া যায়। কিন্তু যখন সত্যি রোগী পাওয়া গেল, তখন সে রক্ত দিবে না বলে জানিয়ে দিল। আর, আমি তাকে জানিয়ে দিলাম এমন হারামিকে আমি সাপোর্ট দিব না।
-
পরীক্ষা
বিগত ২-৪ হাজার বছরের ইতিহাস থেকে নিরীহ কোন ব্যক্তিকে পৃথিবী শাষণ করতে দেখা যায় না, তবু আমরা বিশ্বাস করি "স্রষ্টা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন"। বলি, এই পরীক্ষা কত শত কোটি বছরে শেষ হবে শুনি?
-
নিষিদ্ধ গন্ধম
আমি সেই নিষিদ্ধ গন্ধম, আমাকে খেলেই তুমি স্বর্গ থেকে উচ্ছেদ হবে।
তাই আমাকে খাওয়ার কু-মন্ত্রণা দিবে ইবলিশ, সখি তুমি ইবলিশের কু-মন্ত্রণা থেকে মুক্ত থাকো। আমাকে দেখা মাত্রই বলবে-
আউজু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম
#ইবলিশ #উচ্ছেদ #গন্ধম #নিষিদ্ধ #শয়তান #সখি #স্বর্গ
-
স্বাধীন
ছেলেটির নাম ছিল স্বাধীন, কোনও একদিন ছাত্রলীগের- স্বাধীনতাকামীরা তাকে অধীকার করে নিল। সেই থেকে তার মা স্বাধীনতাহীন, সেই থেকে একটি দেশ এক দুঃখী মায়ের আবাসস্থল।
-
সন্ধ্যা
প্রিয়তমেষু সন্ধ্যা, আরেকটু ক্ষণ থাকো পাশে- ভালোবাসিবার দাও আরেকটু সময়। #সন্ধ্যা #ভালোবাসা #প্রিয়তমেষু #একলাইনেরচিঠি
-
প্রেম
জগতের সব প্রেম আমার উপর ভর করুক, আমি প্রেমের জলে ডুবে মরতে চাই।
-
কাঠগড়া
সে যে আমারে লুচ্চা বানায় তারপর তোলে কাঠগড়ায় কী যে খেলে তার মন! কেমন যে এক ভ্যাজালে সে আমারে জড়ালে এখন শর্ষের ফুল দেখে দু'নয়ন। কী করেছি অপরাধ কী যে তাহার সাজা কিছুই কয় না মোরে। সারাক্ষনই সে ভয় দেখায় মাঝে মধ্যে বাঁচার আশায় মন চায় পালাই দূরে। তারপরেই মনে পড়ে এত্তো ভালোবাসি যারে তারে ছাড়া যায়! রোজই সে দিক না সাজা তাতে যদি সে পায় মজা সেখান থেকে সুখ নিলাম আমিও না হয়! #কাঠগড়া #লুচ্চা #ভ্যাজাল #শর্ষেফুল #ফুল #নয়ন #অপরাধ #সাজা #ভয় #আশা #ভালোবাসি #ভালোবাসা #সুখ #মন
-
কাঁটা
ক্যাকটাসের কাঁটার মতো- বিঁধে যাবো হৃদয়ে তোমার, একটু এদিক-সেদিক করলেই দেখবে বুকের বাঁয়ে ব্যথার পাহাড়। #ক্যাকটাস #কাঁটা #হৃদয় #পাহাড়