Blog

  • তোমার প্রেমে

    তোমার প্রেমে হাবুডুবু,
    তোমার প্রেমে ওড়া।
    তোমার প্রেমে ভেঙ্গেচুড়ে
    আবার নিজেকে গড়া।
    
    তোমার প্রেমে সকাল-দুপুর
    তোমার প্রেমে রাত,
    তোমার প্রেমে উপোষ থাকা-
    থালা ভর্তি ভাত।
    
    তোমার প্রেমে হিজিবিজি
    তোমার প্রেমে অংক
    তোমার প্রেমেই ফকফকা সব
    তোমার প্রেমেই অন্ধ।
    
    #প্রেম #হাবুডুবু #ওড়া #গড়া #সকাল #দুপুর #রাত #উপোষ #থালা #ভাত #হিজিবিজি #অংক #অন্ধ
  • সাফ কবলা

    তোমাকে হয়তো কোন আইল্যান্ড কিনে দিতে পারবো না,
    কিন্তু সখি গোটা বুকটা লিখে দিলাম তোমার নামে।
    
    #সাফকবলা #আইল্যান্ড #সখি #বুক #নাম
  • দাওয়াই

    আমার মাথা ব্যথার কারন তুমি
    সখি, তুমিই তাহার দাওয়াই।
    তোমার চোখের আগুনে জ্বলি
    সেই আগুনে দুঃখ পোহাই।
    
    #দশকিয়া #চতুর্বেদ #দাওয়াই #মাথা #ব্যথা #তুমি #সখি #চোখ #আগুন #দুঃখ
  • মাদক

    মাদক মামলায় তোমাকে গ্রেফতার করা হচ্ছে না কেন প্রিয়তমেষু?
    তোমার চোখ জুড়ে যে মাদক, তাতে আমি নেশাতুর হয়ে যাই।

    #মাদক #মামলা #গ্রেফতার #প্রিয়তমেষু #চোখ #নেশা #নেশাতুর #দশকিয়া #দ্বিপক্ষ

  • সুখ

    দিন শেষে তোমার হাসিমুখ
    আমার হৃদয় জুড়ে সুখ।

    #দিন #মুখ #হাসি #হৃদয় #সুখ

  • দূরত্ব

    জনাব কাজী নজরুল ইসলাম, দেখে যান আজ থেকে অর্ধশতাধীক বৎসর পূর্বে আপনি যে হিন্দু-মুসলমানকে একত্রিত করতে চেয়েছিলেন তাদের মাঝে আজও মহাকালের দূরত্ব।
    
    #দূরত্ব #কাজীনজরুলইসলাম #বছর #হিন্দু #মুসলমান #মহাকাল
  • বেদনা

    হৃদয় খুঁড়ে ভালোবাসা বের করে নিয়ে-
    সেখানে ঢেলে দিলে এক সুদীর্ঘ বেদনার নদী,
    প্রিয়তমেষু আমার, তোমার দেয়া এ বেদনা
    আমি পরম ভালোবাসায় রাখবো মৃত্যুবধী।
    
    #হৃদয় #ভালোবাসা #নদী #প্রিয়তমেষু #বেদনা #মৃত্যু #দশকিয়া #চতুর্বেদ
  • অর্চনা

    হৃদয়ের মন্দিরে কোন শাটডাউন নেই,
    দেবী, সেখানে তোমার অর্চনা চলবেই।
    
    #অর্চনা #হৃদয় #মন্দির #শাটডাউন #দেবী #দ্বিপক্ষ #দশকিয়া #অন্যপ্রেমেরগান
  • গঙ্গা

    প্রিয়তমেষু গঙ্গা,
    হৃদয়টাকে অপবিত্র করে রেখেছি তোমাতে স্নান করে পবিত্র হবো বলে।
    
    #গঙ্গা #প্রিয়তমেষু #হৃদয় #স্নান #পবিত্র #একলাইনেরচিঠি
  • তৃষ্ণা

    তৃষ্ণার্ত আমি তোমাকে-
    এক নিমিষেই গিলে ফেলবো-
    বলে তৃষ্ণার সাগর বানাচ্ছি।
    তুমি যে আমার জমজম এর পবিত্র জল।
    
    #তৃষ্ণা #জল #জমজম #পবিত্র #সাগর #চতুর্বেদ #দশকিয়া