হাওয়াকে না পেলে আত্মহত্যা করবে আদম,
তাহার কাছে হাওয়াই স্বর্গ, হাওয়াই গন্ধম।
#হাওয়া #ঈভ #আদম #এডাম #স্বর্গ #গন্ধম
Blog
-
হাওয়া
-
পুনর্জন্ম
তোমাকে পাওয়ার জন্য হাওয়া, আবার জন্মাবো আদম হয়ে। #পুনর্জন্ম #হাওয়া #জন্ম #আদম
-
ডিজার্ভ
তুমি কেবল আমাকেই ডিজার্ভ করো হে প্রিয়তমেষু।
#ডিজার্ভ #তুমি #প্রিয়তমেষু #একাশশী #দশকিয়া -
গল্পটা শেষ
হে তাইরে বালা ফায়, তাই জানে না। #গল্প #শেষ #হে #তাই #বালা #ভালোবাসা #একাশশী #দশকিয়া
-
মরে যেতে চাই
প্রিয়তমেষু হাফসা,
তুমি আমার প্রথম প্রেম নও, কিন্তু বিশ্বাস করো… তোমাতেই মরে যেতে চাই।
– জয় কল্যানীয়েষু -
প্রার্থনা
তোমার ঘুম ভাঙবে আমার বুকে, সখি, এই তো ছিলো প্রার্থনায়। তুমি সখি আমার হবে এতোটুকুও মিথ্যে নয়।
#প্রার্থনা #সখি #ঘুম #বুক #দশকিয়া #ষড়ঋতু
-
শুদ্ধ করে নাও
তোমার সামনে দাঁড়িয়ে
আছে দেখো সখি, নতুন
একটা মানুষ।
তারে তুমি তোমার ভালোবাসায়
শিক্ত করে নাও; তারে
শুদ্ধ করে নাও।#শুদ্ধতা #ভালোবাসা #মানুষ #শিক্ত #শুদ্ধ #সখি #ষড়ঋতু #দশকিয়া
-
সুখ
চল সখি,
আরেকবার মান করি।
আরেকবার তোকে ফিরে পাওয়ার,
সুখে ভাসতে চাই।
#সুখ #সখি #মান #চতুর্বেদ #দশকিয়া -
প্রথম দেখা
তাকে জিজ্ঞেস করলাম এসেই পোষাক খুলছো, ঘটনা কী?
সে বললো এডামের সাথে ঈভের দেখা হয়েছিলো পোষাকবিহীন।
#ঈভ #এডাম #হাওয়া #আদম #পোষাক #কাপড় -
কার্বন ডাইঅক্সাইডের ঢেউ
মিসেস ঘুমায়, আমি জেগে- জেগে পাহারা দেই। তার কপালে চুমু খাই, ঠোঁটে দেই কার্বন ডাইঅক্সাইডের ঢেউ। শিট! কী করছি আমি! হে পৃথিবীবাসী তোমরা যেন দেখো নি কিছু কেউ। #মিসেস #ঘুম #পাহারা #কপাল #চুমু #ঠোঁট #কার্বনডাইঅক্সাইড #ঢেউ #পৃথিবী #দশকিয়া #সপ্তর্ষী