আমি নদী, আমারও সুরমার মত অজস্র নাম, অজস্র শাখা, অজস্র বাঁক।
Blog
-
ডুবে যেতে চাই
এ নগরীর ন্যায় আমিও ডুবে যেতে চাই,
তোমার সুগভীর অন্তরে। -
হায়! হায়!
এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ,
নিন্দুকেরা বলবে শুধু-
হায়! হায়! সব শেষ, সব শেষ! -
অপহরণ
তারা দু’জন পালিয়ে যাওয়ার পর খবর বের হলো-
অমুক পাড়ার অমুক মোল্লার ছেলে তমুক ভাটের মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। -
ভালোবাসা
রচনার দৈর্ঘ্যের চেয়ে বক্তব্যের গভীরতার মত;
প্রেমের দৈর্ঘ্যের চেয়ে ভালোবাসার গভীরতাই আসল।
তাই তোমার কপালের ছোট্র টিপ ক্ষণিকের তরে ভালোবেসেছি,
এ ভালবাসার গভীরতা সীমাহীন। -
বৈরাগী
চল বৈষ্ণবী, পথ ধরি…
-
তিতাস
তিতাসের রঙ্গিলা হাওয়া-
লাগিয়ে গায়ে,
চলছে গাড়ী এঁকেবেঁকে-
ডানে-বাঁয়ে। -
ভরসা
সন্ধ্যা, মোমের বাতি,
জানালায় খেক শেয়ালের হাঁক,
ভয়ার্ত তোমার বদনখানি পরম- ভরসায়,
আমার বুকে সারাটি জনম থাক। -
গুজব
গুজব রটেছে প্রিয়ে-
তোমাতে-আমাতে নাকি চলছে কঠিন প্রেম। -
নেশা
চান্দের দেশে মেঘের খেলা চলে, তাতে আমার কী!
আমি রেফারিও না, দর্শকও না।
আমার চোখ জুড়ে এখন প্রেমিকার নেশা।
#চাঁদ #দেশ #মেঘ #খেলা #রেফারী #দর্শক #চোখ #প্রেমিকা #নেশা