Blog

  • একটি কাল্পনিক চিঠি চাল-আচালি।

    সভাকবিকে লিখলাম-
    গুরু, পদক দেখালেই কি মুদিওয়ালা তেলের দাম ৮৬ টাকা রাখে? চালের দাম ১০ টাকায় খাচ্ছেন তো?
    নাকি বাজারে গিয়ে আমাদের মতো নিরীহ দোকানিদের গালমন্দ করে শুন্য হাতে ফিরে আসেন?

    উপরোক্ত চিঠিখানার উত্তরে কবি লিখলেন-
    পাছা বিক্রী করে ঢের কামিয়েছি বাছা, চালের দর, তেলের দর হাজার ছাড়ালেও সমস্যা হবে না।

    ফের চিঠিতে কবিকে জানালাম-
    বিক্রয়যোগ্য পাছা নেই গুরু।

    #কবি #সভাকবি #চাল #তেল #পাছা #চিঠি

  • দ্বিচারী

    পাগলামী ও ভন্ডামির মোহনা আমি,
    আমিই ঈশ্বর ও শয়তানের মিলনস্থল।
    গন্ধম ভক্ষণকালে আমিই সেই স্বাক্ষী,
    আমিই মানব সভ্যতার স্বর্গচ্যুতির কারন।

    আমিই সাধু, আমিই চোর।
    আমিই আর্য্য আবার আমিই অসুর।

    আমাতেই হাবিল, আমিই কাবীল।
    আমার মাঝেই ঈসা আসে, আমাতেই দাজ্জাল।

    সখি, আমার ভন্ডামির সব দায় নিয়ে
    আমার সাধুতার দাবী ত্যাগ করে
    তোমাদের এই সুন্দর শহর ত্যাগ করছি।

  • আয়না

    তুমি আমার আয়না হও সই,
    আমি তোমার ভিতর র’ই।

    #আয়না #তুমি #আমি #সই

  • রাধে

    রাধে….

    কোথায় তুমি?

    কাহার বুকে-

    ঘুমাও নিরাপদে!

  • অষ্টভার্যা

    কালা…

    অষ্টভার্যার বান্ধনো

    আছো নি ভালা?

  • আহত ঈশ্বর

    আহত ঈশ্বর ডেকে বলেন-
    ওরে, আমি মন্দিরেও ছিলাম মসজিদেও…
    একদল বলল- আপনি আমাদের দলে,
    অপর দলও বলল- আপনি আমাদের দলে।

    অদূরে একটা শিশু দাঁড়িয়ে ছিল, ঈশ্বর তাকে কাছে ডেকে কানে কানে বললেন-
    এমন ভাবে মেরেছে কানে শুনতে পাই না আর, হারামজাদারা বলছে টা কী?
  • হাওয়াই মিঠাই

    হাওয়ায় ভাসে না হাওয়াই মিঠাই,
    হাওয়াই মিঠাই বাক্স বন্দী রয়।

    বাক্স ছেড়ে বেরিয়ে এলে,
    হাওয়ায় মিলিয়ে যায়।

  • ধন্যবাদ

    চোখের জল হয় না আর,
    ফারক্কায় শুকিয়ে গেছে সব।

    ধন্যবাদ হে মুজিব,
    ধন্যবাদ ইন্দিরাজী।
    তোমাদের দয়ায়,
    কত সুখী বঙ্গবাসী আজি।

  • মিথ্যাচার

    স্বাধীনতা বনাম মিথ্যাচার,
    এ লড়াই চলবে কত আর!

  • ভন্ডামি

    আসেন জনাব, রাম-রহিমে যুদ্ধ বাঁধিয়ে মজা লই।