ফিরে এসো লিলিথ,
যেভাবে হারিয়ে যাওয়া লালঝুঁটি ময়ূর ফিরে এসেছে ,
ফিরে এসো এই প্রেমিকের বাহুতে।
ফিরে এসো জুলিয়েট,
যেভাবে জোয়ার আসে ভাটার প্রহর শেষে,
ফিরে আসো এই আহত বুকে।
ফিরে এসো লিলিথ,
যেভাবে হারিয়ে যাওয়া লালঝুঁটি ময়ূর ফিরে এসেছে ,
ফিরে এসো এই প্রেমিকের বাহুতে।
ফিরে এসো জুলিয়েট,
যেভাবে জোয়ার আসে ভাটার প্রহর শেষে,
ফিরে আসো এই আহত বুকে।
তোমার এক ইশারায় প্রিয়তমেষু, সাঁইত্রিশে এসে আমার বয়স কুড়ি বছর কমে সপ্তদশ হয়ে গেছে।
তোমাকে নিয়ে আমার কোন কাব্য-
নেই বলে যে গুরুতর অভিযোগ ছিলো আমার নামে,
আজ তার হলো অবসান।
#অভিযোগ #মণি #প্রিয়তমেষু #ত্রিনেত্র #দশকিয়া
ভুট্টোর প্রেতাত্মা ঘুরে বেড়ায় বঙ্গে,
ইয়াহিয়া-আইয়ুব খান ঘোরে তার সঙ্গে।
সভাকবিকে লিখলাম-
গুরু, পদক দেখালেই কি মুদিওয়ালা তেলের দাম ৮৬ টাকা রাখে? চালের দাম ১০ টাকায় খাচ্ছেন তো?
নাকি বাজারে গিয়ে আমাদের মতো নিরীহ দোকানিদের গালমন্দ করে শুন্য হাতে ফিরে আসেন?
উপরোক্ত চিঠিখানার উত্তরে কবি লিখলেন-
পাছা বিক্রী করে ঢের কামিয়েছি বাছা, চালের দর, তেলের দর হাজার ছাড়ালেও সমস্যা হবে না।
ফের চিঠিতে কবিকে জানালাম-
বিক্রয়যোগ্য পাছা নেই গুরু।
#কবি #সভাকবি #চাল #তেল #পাছা #চিঠি
পাগলামী ও ভন্ডামির মোহনা আমি,
আমিই ঈশ্বর ও শয়তানের মিলনস্থল।
গন্ধম ভক্ষণকালে আমিই সেই স্বাক্ষী,
আমিই মানব সভ্যতার স্বর্গচ্যুতির কারন।
আমিই সাধু, আমিই চোর।
আমিই আর্য্য আবার আমিই অসুর।
আমাতেই হাবিল, আমিই কাবীল।
আমার মাঝেই ঈসা আসে, আমাতেই দাজ্জাল।
সখি, আমার ভন্ডামির সব দায় নিয়ে
আমার সাধুতার দাবী ত্যাগ করে
তোমাদের এই সুন্দর শহর ত্যাগ করছি।
৩ হাজার বছর পর যখন ঈভ এর সাথে আমার প্রথম দেখা হলো,
তখন তাঁকে জিজ্ঞেস করলাম তুমি কে?
সে বললো আমি লিজা।
#লিজা #ঈভ #আদম #স্বর্গ #পৃথিবী
জগত জুড়ে ৪’শ কোটি গার্লফ্রেন্ড-
কিন্তু, আমি একজন প্রেমিকা চাই।
যেই কবি হাজার বছর হাঁইট্টা এই বাংলায় শান্তি খুঁজেন, আবার জন্মাইতে চান শালিক, প্যাঁচা হইয়া, সেই কবি “আত্মহত্যা করছেন” এই কথার লগে যেই সব যুক্তি দাঁড় করা হইছে বা দাঁড় করা যায় তা ভোঁতা।
কণ্যা কত ঘুমাবা আর?
একলা যে দম বন্ধ হয়ে আসে!
দিবা-রাতি একাকার হয়ে ওঠে
তুমি যে নাই পাশে।
লিখবো বলে মহা কাব্য
কলম নিয়েছি হাতে,
কলম তো আর চলে না কণ্যা,
তোমার ছোঁয়া যে নেই তাতে।
জানতে যদি কষ্ট কত তোমায়
ছাড়া একলা বেঁচে থাকা,
ভাবতে না আর টিকেট কত টাকা!
সিট আছে নি ফাঁকা।
ভুল বুঝিও না গো কণ্যা
ঘুম ভাঙ্গানির দায়,
এই শীতে কি তোমায় ছেড়ে
একলা বাঁচা যায়!
তোমার এমন জ্বর হোক,
যেন আমার আলিঙ্গন বিনা তা না সারে।
তোমার এমন মাথা ব্যথা হোক,
যেন আমার চুমু বিনা তা না সারে।
প্রিয়তমেষু, তোমার এমন অসুখ হোক,
আমি বিনা যার কোন দাওয়াই নেই।
#জ্বর #অসুখ #প্রিয়তমেষু #দাওয়াই
আমি এক গরীব প্রেমিক রোকসানা,
যার পুষ্টি ঘাটতি পূরণের এক মাত্র উপায়
ছিলো কাটাখালির মাটিতে বেড়ে ওঠা
তাজা শাক-সবজি।
যেদিন থেকে ডাক্তারেরা ধনীদের প্রেসক্রিপশনে
বেশি বেশি শাক-সবজি খাওয়ার পরামর্শ দিতে লাগলো!
সেদিন থেকেই আমার তোমাকে হারাবার ভয়।
তার নিঃশ্বাস এর মৃদু শব্দও ও খোদা এতো মধুর কেন লাগে?
তার চলে যাওয়া পথে হেঁটে যাওয়া হ্যাংলা কালো কুকুরটাকেও দেখে শ্রদ্ধা কেন জাগে?
ও খোদা, এই কি প্রেম?
ও খোদা এই কি সুখ?
যে বাচ্চা মেয়েটির থেকে সে গোলাপ কেনে,
যে দোকান থেকে সে রোজ বাজার করে,
যে কসাইর থেকে সে মাংস কেনে,
তাদেরকে আমাার কেন এতো হিংসে হয়?
ও খোদা, এই কি প্রেম?
ও খোদা এই কি সুখ?
যে শহরে সে বসবাস করে,
যে ব্যায়ামাগারে সে রোজ শরীরচর্চা করে,
যে রূপচর্চা কেন্দ্রে সে চুল গোছাতে যায়,
যে সৈকতে সে হাঁটতে ভালোবাসে,
ও সবই আমার কেন আপন মনে হয়?
ও খোদা, এই কি প্রেম?
ও খোদা এই কি সুখ?
তুমি চাইলে বুনো ঘাস হবো
তুমি চাইলে ডাহুক
তুমি চাইলে রাখাল হবো
তুমি চাইলে মাহুত
তুমি চাইলে ভিলেন হবো
তুমি চাইলে নায়ক
তুমি চাইলে সুরকার হবো
তুমি চাইলে গায়ক
তুমি চাইলে সালমান হবো
তুমি চাইলে রিয়াজ
তুমি চাইলে রসুন হবো
তুমি চাইলে পিঁয়াজ
একবার শুধু চেয়ে দেখো প্রিয়তমেষু,
তুমি চাইলেই হতে পারি কল্কি,
তুমি চাইলে যিশু।
তোমারে পাইবার পর-
হারানোর ভয় যদি না আসে মনে,
তবে তোমারে পাইলাম কোনখানে?