ফিরে এসো লিজু
ফিরে এসো লিলিথ, যেভাবে হারিয়ে যাওয়া লালঝুঁটি ময়ূর ফিরে এসেছে , ফিরে এসো এই প্রেমিকের বাহুতে। ফিরে এসো জুলিয়েট, যেভাবে জোয়ার আসে ভাটার প্রহর শেষে,
ফিরে এসো লিলিথ, যেভাবে হারিয়ে যাওয়া লালঝুঁটি ময়ূর ফিরে এসেছে , ফিরে এসো এই প্রেমিকের বাহুতে। ফিরে এসো জুলিয়েট, যেভাবে জোয়ার আসে ভাটার প্রহর শেষে,
তোমার এক ইশারায় প্রিয়তমেষু, সাঁইত্রিশে এসে আমার বয়স কুড়ি বছর কমে সপ্তদশ হয়ে গেছে।
তোমাকে নিয়ে আমার কোন কাব্য- নেই বলে যে গুরুতর অভিযোগ ছিলো আমার নামে, আজ তার হলো অবসান। #অভিযোগ #মণি #প্রিয়তমেষু #ত্রিনেত্র #দশকিয়া
ভুট্টোর প্রেতাত্মা ঘুরে বেড়ায় বঙ্গে,ইয়াহিয়া-আইয়ুব খান ঘোরে তার সঙ্গে।
সভাকবিকে লিখলাম-গুরু, পদক দেখালেই কি মুদিওয়ালা তেলের দাম ৮৬ টাকা রাখে? চালের দাম ১০ টাকায় খাচ্ছেন তো?নাকি বাজারে গিয়ে আমাদের মতো নিরীহ দোকানিদের গালমন্দ করে
পাগলামী ও ভন্ডামির মোহনা আমি,আমিই ঈশ্বর ও শয়তানের মিলনস্থল।গন্ধম ভক্ষণকালে আমিই সেই স্বাক্ষী,আমিই মানব সভ্যতার স্বর্গচ্যুতির কারন। আমিই সাধু, আমিই চোর।আমিই আর্য্য আবার আমিই অসুর।
৩ হাজার বছর পর যখন ঈভ এর সাথে আমার প্রথম দেখা হলো,তখন তাঁকে জিজ্ঞেস করলাম তুমি কে?সে বললো আমি লিজা। #লিজা #ঈভ #আদম #স্বর্গ #পৃথিবী
জগত জুড়ে ৪’শ কোটি গার্লফ্রেন্ড-কিন্তু, আমি একজন প্রেমিকা চাই।
যেই কবি হাজার বছর হাঁইট্টা এই বাংলায় শান্তি খুঁজেন, আবার জন্মাইতে চান শালিক, প্যাঁচা হইয়া, সেই কবি “আত্মহত্যা করছেন” এই কথার লগে যেই সব যুক্তি
কণ্যা কত ঘুমাবা আর?একলা যে দম বন্ধ হয়ে আসে!দিবা-রাতি একাকার হয়ে ওঠেতুমি যে নাই পাশে। লিখবো বলে মহা কাব্যকলম নিয়েছি হাতে,কলম তো আর চলে না
ভুল বুঝিও না গো কণ্যাঘুম ভাঙ্গানির দায়,এই শীতে কি তোমায় ছেড়েএকলা বাঁচা যায়!
তোমার এমন জ্বর হোক, যেন আমার আলিঙ্গন বিনা তা না সারে। তোমার এমন মাথা ব্যথা হোক, যেন আমার চুমু বিনা তা না সারে। প্রিয়তমেষু, তোমার
আমি এক গরীব প্রেমিক রোকসানা, যার পুষ্টি ঘাটতি পূরণের এক মাত্র উপায় ছিলো কাটাখালির মাটিতে বেড়ে ওঠা তাজা শাক-সবজি। যেদিন থেকে ডাক্তারেরা ধনীদের প্রেসক্রিপশনে বেশি
তার নিঃশ্বাস এর মৃদু শব্দও ও খোদা এতো মধুর কেন লাগে?তার চলে যাওয়া পথে হেঁটে যাওয়া হ্যাংলা কালো কুকুরটাকেও দেখে শ্রদ্ধা কেন জাগে? ও খোদা,
আমি গোলাপের কচি কলির মতো ভঙ্গুর,বন্ধু, আমার একটুখানি যত্ন নিও।পুবাল হাওয়ায় আমি ভেঙ্গে যেতে পারি,তোমার আঁচল তলে একটু আশ্রয় দিও।
এতো কিছু খাই, সিঙ্গাড়া, বার্গার,শুধু তোমারেই খাইতে পাই না কাছে।তোমার তৃষ্ণায় যদি মরে যাই আমি কষ্ট পাবো না,কষ্ট পাবো যখন লোকে তোমায় জামাই খেকো বলবে
আমার কলিজা ধরিয়া টান মারো বন্ধু যখন-তখন,জানো কি না ছিড়িলে কলিজা আমার হবে যে মরণ।
তুমি চাইলে বুনো ঘাস হবোতুমি চাইলে ডাহুকতুমি চাইলে রাখাল হবোতুমি চাইলে মাহুত তুমি চাইলে ভিলেন হবোতুমি চাইলে নায়কতুমি চাইলে সুরকার হবোতুমি চাইলে গায়ক তুমি চাইলে
তোমারে পাইবার পর- হারানোর ভয় যদি না আসে মনে, তবে তোমারে পাইলাম কোনখানে?
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||
সর্বস্বত্ব অসংরক্ষিত (পাগলা কপিরাইট)