ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

একটি কাল্পনিক চিঠি চাল-আচালি।

সভাকবিকে লিখলাম-গুরু, পদক দেখালেই কি মুদিওয়ালা তেলের দাম ৮৬ টাকা রাখে? চালের দাম ১০ টাকায় খাচ্ছেন তো?নাকি বাজারে গিয়ে আমাদের মতো নিরীহ দোকানিদের গালমন্দ করে

ফ্যান

শহরের সবচেয়ে হাবাগোবা মেয়েটাও ইমরান হাসমির ফ্যান।

গালিবের নরক বাস

গালিব যখন স্বর্গে যেতে অস্বীকার করলেন, ঈশ্বর রাগে একজন অপ্সরীকে বললেন এটাকে নরকে ফেলে রেখে আসো।
গালিব পরক্ষনেই খুবই শীতল একটা জায়গায় নিজেকে আবিষ্কার করলেন, নিজের বস্ত্র বলতে একখানা নেংটি। তবুও মান-সম্মান রইলো, তিনি তো ভেবেছিলেন নরকে সবাই উলঙ্গই থাকবে।

মমতাময়ী

তুমি রাখলে পা, সাগর জল হয় মিষ্টি;তুমি ওগো মমতাময়ী খোদার সেরা সৃষ্টি।

ব্লগ দিয়া ইন্টারনেট

হেফাজতিরা ব্লগ দিয়া ইন্টারনেট চালায়, আর আম্বালীগ চালায় ফেসবুক দিয়া। এই যখন অবস্থা তখন আমারে সেলফি দিয়া একটা ছবি তুইল্যা দেওয়ার মত কাউকে না পাইয়া