Category: বিদ্রুপ

  • পদ্মা সেতু

    টাকা কত খরচ হইল সেটা কোন বিষয় না, বিশ্ব মানের নাকি মহাবিশ্ব মানের হইল সেটাও কোন বিষয় না।

    খালি দুইদিন পরপর সেতু না ভাঙলেই হইল।

  • বঙ্গভূমি

    আজব আমার বঙ্গভূমি, আহা কী বেশ!
    যাকে চিনি না, বলে দিলাম সে নিরুদ্দেশ।

  • মীরজাফর

    বাংলার ৯৯% মানুষই মীরজাফর, কেউ ভারতের সাথে আর কেউবা পাকিস্তানের সাথে আঁতাত করে।

  • আর্তচিৎকার

    নেকড়ের দল একটা ভেড়াকে ঘিরে রেখেছে, ভেড়ার অপরাধ সে নেকড়েদের আস্তানায় হামলার পরিকল্পনা করছিল।
    পাশ দিয়ে একদল ভেড়া চলে যাচ্ছে বাসায়, আটক ভেড়া বলছিল আমি ও রকম কোন পরিকল্পনা করি নি।

    কিন্তু নেকড়ের পাল এতো শব্দ করছিল যে ভেড়ার পালের কানে সেই আর্তচিৎকার পৌঁছায় নি, দুয়েকটা ভেড়া ঐ শব্দ শুনতে পেলেও মনে মনে বললঃ ধ্যাৎ! আমার কী!

    কয়েকদিন পরের ঘটনাঃ যে ভেড়াগুলো ধ্যাঁত বলে চলে গেছিল, তাদের একটাকে ঘিরে রেখেছে নেকড়ের দল। তার অপরাধ, সে নেকড়েদের আস্তানায় হামলার পরিকল্পনা করছিল।

    কয়েকদিন পর পর একই ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকলো আর…

  • দুইটাই সত্য

    এক লোক পোষ্ট দিছে “হিন্দু কোন রাজাকার নাই”, সেখানে আরেক লোকের মন্তব্য “কোন বঙ্গবন্ধুও নাই, বীরশ্রেষ্ঠও নাই”।

    দুইটাই সত্য।

  • গড়তে শিখে নাই

    সেদিন একটা পোষ্ট দেখলাম মুর্তি ভাঙ্গার গান, আজ দেখলাম শাহবাগে হচ্ছে আস্তানা ভাঙ্গার গান।

    হারামখোরগুলা ভাঙতেই শিখছে শুধু, সম্প্রীতি গড়তে শিখে নাই।

  • মিথ্যবাদীরা ঘৃণ্য

    “দেশ স্বাধীন করেছিল গ্রাম্য চাষা ভুষা মানুষজন, বেশীরভাগ শহুরে মানুষ শহর ছেড়ে পালিয়ে গ্রামে আশ্রয় নিয়েছিল” এতোটুকুর পক্ষে অনেক দলিল আছে।

    গ্রাম্য চাষা ভুষা মানুষ তথাকথিত সেক্যুলারিজম কী তা জানে না, আগেও জানতো না, এখনও জানে না;
    তারা অন্যায়-শোষণ-নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেক্যুলার রাষ্ট্র পয়দা করার চেতনা তাদের ছিল না।

    আজ যারা মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলছেন; তারা ইতিহাস নিয়ে মিথ্যাচার করছেন, আর কে না জানে মিথ্যবাদীরা ঘৃণ্য!

  • চাঁদাবাজি করবে না

    পুলিশ যেহেতু রমজানে চাঁদাবাজি করবে না, সেহেতু আমি সিদ্ধান্ত নিছি রমজানে ইনবক্সে মেয়েদের সাথে ফ্লার্ট করব না।

    ওকে?

  • ডাকিয়া কহে

    কানাডাকে ডাকিয়া কহে বাংলাদেশ,
    রানীর অধীন, তবু তো আছো বেশ!
    আমাদের আছে স্বাধীনতা নামক এক বাল,
    তাহা লইয়াই পরাধীন জীবন কাটাইলাম সারা কাল।

  • সন্ত্রাস

    কলম সন্ত্রাসের চেয়ে বড় কোন সন্ত্রাস নাই,
    এ দেশের সবচেয়ে বড় সন্ত্রাসীরা ব্লগার নামে পরিচিত।