ꠎꠄ ꠇꠟ꠬ꠟꠣꠘ

একটি কাল্পনিক চিঠি চাল-আচালি।

সভাকবিকে লিখলাম-গুরু, পদক দেখালেই কি মুদিওয়ালা তেলের দাম ৮৬ টাকা রাখে? চালের দাম ১০ টাকায় খাচ্ছেন তো?নাকি বাজারে গিয়ে আমাদের মতো নিরীহ দোকানিদের গালমন্দ করে

দ্বিচারী

পাগলামী ও ভন্ডামির মোহনা আমি,আমিই ঈশ্বর ও শয়তানের মিলনস্থল।গন্ধম ভক্ষণকালে আমিই সেই স্বাক্ষী,আমিই মানব সভ্যতার স্বর্গচ্যুতির কারন। আমিই সাধু, আমিই চোর।আমিই আর্য্য আবার আমিই অসুর।

নিষিদ্ধ গন্ধম

আমি সেই নিষিদ্ধ গন্ধম, আমাকে খেলেই তুমি স্বর্গ থেকে উচ্ছেদ হবে। তাই আমাকে খাওয়ার কু-মন্ত্রণা দিবে ইবলিশ, সখি তুমি ইবলিশের কু-মন্ত্রণা থেকে মুক্ত থাকো। আমাকে

গালিবের নরক বাস

গালিব যখন স্বর্গে যেতে অস্বীকার করলেন, ঈশ্বর রাগে একজন অপ্সরীকে বললেন এটাকে নরকে ফেলে রেখে আসো।
গালিব পরক্ষনেই খুবই শীতল একটা জায়গায় নিজেকে আবিষ্কার করলেন, নিজের বস্ত্র বলতে একখানা নেংটি। তবুও মান-সম্মান রইলো, তিনি তো ভেবেছিলেন নরকে সবাই উলঙ্গই থাকবে।

মমতাময়ী

তুমি রাখলে পা, সাগর জল হয় মিষ্টি;তুমি ওগো মমতাময়ী খোদার সেরা সৃষ্টি।

soulmate

grill mat কিনতে পাওয়া যায়রে পাগলা, কিন্তু soulmate কিনতে পাওয়া যায় না।

উপকার

পাগল হইয়া জন্মানোর একটা উপকারী দিক হইতেছে মানুষ হইতে আপনাকে চীন যাইতে হইবে না।

পাগলে কী না বলে?

“পাগলে কী না বলে?” এই প্রশ্নের উত্তর না দিয়ে বলছি পাগলে কী বলে…! আমার আশেপাশে বেশ কিছু পাগল আছে, যারা প্রতিনিয়ত বক বক করে যাচ্ছে

নিষ্পাপ স্ট্যাটাস

পাগলকে রাষ্ট্র বা সংবিধান (মানুষ) অবজ্ঞা করলেও সৃষ্টিকর্তা দিয়েছেন “নিষ্পাপ স্ট্যাটাস”।

আর কোন পোস্ট নেই।