তোমাকে একদিন আপনি
করে ডাকবো, তুমি কি খুব
রেগে যাবে সখি?
রেগে গিয়ে আমার গায়ে
বালিশ ছুঁড়ে মারবে কি?
হাতের দামী ফোন,
অথবা তোমার চুল-
আঁচড়াবার নিরীহ চিরুনী?
নাকি আমার লম্বা চুল টেনে
কানের কাছে মুখ নিয়ে বলবে-
যে নামেই ডাকো আমায়
ভালোবাসি সে নামই।
#সখি #ভালোবাসি #এলোমেলোকথোপকথন
Category: নোট
-
ভালোবাসি ভালোবাসি
-
অধরা
প্রিয়তমেষু অধরা,
সর্বহারা এই ঠোঁটের কথা তুমি একদিন ভুলেই যাবে; তখন তোমার এই গোলাপী অধর ঘুরে বেড়াবে কোন পুঁজিপতির চুরুট আর শিশ্নতে। -
অধিকার
প্রিয়তমেষু, তোমাকে নাম ধরে ডাকবার অধিকার চাই।
-
সুদিনের প্রতীক্ষা
সখি, বিরহের এ প্রহর ক্ষণিকের-
এই মহামারি কেটে যাবে,
তোমার শহরে হুড খোলা রিক্সায়-
ভিজবো দু’জন ঝুম বৃষ্টিতে। -
প্রাকৃতিক প্রেম
এই ভেজালের যুগে প্রিয়তমেষু কেবল-
আমার কাছেই পাবে প্রাকৃতিক প্রেম।
নির্ভেজাল ভালোবাসা। -
সমর্পণ
আমার শূন্যতা তোমায় কুঁড়ে কুঁড়ে খাবে-
তা আমার সহ্য হবে না প্রিয়তমেষু,
তাই আমাকেই আমি সঁপে দিলাম তোমার হাতে।
তুমি আমাকে আগলে রাখবে তো?
নাকি অন্য সব মানুষের মতো,
অন্য সব নারীর মতো তুমিও,
তুমিও, একবার পেয়ে গেলে আমাকে,
আমাকে মনে হবে বিরাণ ভূমি?
আমাকে মনে হবে ভাঙ্গা কুলা? -
অপেক্ষা
এক গ্রামের মাঠে প্রায়ই খেলতে যাওয়া শিশুদের লাশ পাওয়া যাচ্ছিল, অনেক খোঁজাখুঁজির পর জানা গেলো মাঠ সংলগ্ন একটি গাছের ফল খেয়ে বিষক্রিয়ায় মারা যাচ্ছে বাচ্চারা।
দেখতে সুন্দর হওয়ায় সুস্বাদু ফল ভেবে শিশুরা তা খেয়ে মারা যাচ্ছে, গ্রামের মুরব্বিরা সিদ্ধান্ত নিলো গাছটাতে পাহারা দেয়ার, যাতে ওর ফল কেউ খেতে না পারে। এর জন্য বেশ কয়েকটা টিমও করা হলো, তারপর সেই টিম ঠিকঠাক কাজ করছে কিনা, ফাঁকিবাজি হচ্ছে কিনা তা তদারকি করতেও আবার আরেকটা টিম বানানো হলো। ফাঁকিবাজদের বিচার কাজ করতে আবার সালিশও বানানো হলো।
এতো কিছুর পরও দু দিন পরপর শিশুদের লাশ পাওয়া যাচ্ছে, পাহারাদারদের খোঁজ করা হচ্ছে, তদারকি টিমের নেতা পদত্যাগ করছে, শালিশে জরিমানার ব্যবস্থা করা হচ্ছে।
শুরু থেকেই একদল যুবক এসবের বিরোধী ছিল, তারা চাইছিলো গাছটাকেই উপড়ে ফেলতে, কিন্তু গাঁয়ের মোড়ল তাতে রাজী নন। মোড়লের চ্যালারাও চায় গাছটা টিকে থাক, এই গাছ যতদিন টিকবে ততদিনই তো ইনকাম। তাই মোড়ল ঘোষণা দিলেন, যারা এই গাছ উপড়ে ফেলার পক্ষে, তারা সবাই গ্রামের শত্রু, গ্রামবাসীর শত্রু। এরা গ্রামের মঙ্গল চায় না, সৌন্দর্য চায় না। তাদের জন্য বানানো হলো খোঁয়াড়, জরিমানার ব্যবস্থা।
আর এভাবেই মোড়লও বিষাক্ত গাছের মত শেকড় গেঁড়ে বসলো, দু’দিন পরপর মাঠের পাশে পাওয়া যাচ্ছিল নিষ্পাপ শিশু ও প্রতিবাদী যুবকের লাশ।
গ্রামের মানুষেরা এখন মোড়ল ও গাছের শেকড় উপড়ে ফেলার জন্য একটা ঝড়ের অপেক্ষায়, তারা জানে ঝড় আসবেই; শুধু জানে না কবে আসবে। -
সখি
সখি,
লিপস্টিকে না হয় ঠোঁট লুকালে,
চোখ লুকালে রোদ চশমায়,
মন লুকাবে কিসে!#সখি #লিপস্টিক #ঠোঁট #চোখ #চশমা #মন
-
প্রাক্তন
রহস্যের জট খুলেছে, প্রাক্তন বরিশালে যাচ্ছে তার বান্ধবীর বাড়ীতে।
লঞ্চে নিরাপত্তার জন্য লাইফবয় দিচ্ছে জনপ্রতি, তা হাতে নিয়ে বান্ধবীকে পাশে দাঁড় করিয়ে রাতে সেলফি পাঠাইছে একটা।
লাইফবয়+ফ্রেন্ড, এই ২ মিলে হলো বয়ফ্রেন্ড। প্রাক্তন আমার মিথ্যা বলে না।
#প্রাক্তন #বরিশাল #বান্ধবী #লঞ্চ #নিরাপত্তা #লাইফবয় #সেলফি #ফ্রেন্ড #মিথ্যা -
জাত-জালিয়াত
জাতে উঠতে ধর্ম ছাইড়া হইলাম মুনাফেক,
ওঠার পরে শুনি লালন কয়-
জাত-পাত সব ফেক!
নজরুল নামের এক হারামজাদা
আমারে কয় বজ্জাত!
একবার হাতের কাছে পাই শালারে,
ঘুসিয়ে ফেলবো সব দাঁত।
জাতের কবি জীবন বাবু,
শুধালাম তারে দাদা –
জাতের কোনও মন্ত্র দাও না!
সে’ও দেখি উল্টো পথে-
আমারে কয় জাত! সে আবার কী রে গাধা!
এখন মান-সম্মান বাঁচাতে পারেন –
কেবলই কবি গুরু,
গুরুও বলেন- জাতে উঠতে চাস! কেমন মগজ রে তোর!
মানুষ নাকি গরু?
উপয়ান্তর না পেয়ে রওয়ানা দিলাম-
কপোতাক্ষের পাড়ে,
এখন আমাকে একমাত্র মধু বাবুই
সঠিক দিশা দিতে পারে।
পাশে বসাইয়া বাবু মাথায় রাখিয়া হাত,
কহিলেন- বাপু, ভুলিয়া যাও সব মিথ্যা জাত-পাত।
মেথর কি কুলি, হও না নাপিত-ধোপা,
তাতে কিছু যায় আসে না রে বোকা।
আপনারে তুমি ছুঁয়েই দেখো না-
আপন হাত দিয়া,
নাম কী তোমার জিজ্ঞেস করে দেখো,
তোমার নামই উত্তর দিবে হিয়া।