Category: নোট

  • অপরাধ

    মালেকা হামিরার অপরাধ ছিলো সে শাহজাদা তালিবকে ভালোবাসতো,
    কিন্তু তালিব ভালোবাসতো এক রাজকন্যাকে।
    #অপরাধ #মালিকাহামিরা ভালোবাসা #আলিফলায়লা #শাহজাদা #জালালতালিব #রাজকন্যা 
  • প্রেমিক

    আমি পরিপূর্ণ কবি নই
    আমি পরিপূর্ণ ব্যবসায়ী নই
    আমি পরিপূর্ণ সাম্যবাদী নই
    আমি পরিপূর্ণ পুঁজিবাদী নই
    আমি পরিপূর্ণ ধার্মিক নই
    আমি পরিপূর্ণ নাস্তিক নই
    আমি পরিপূর্ণ ভেগান নই
    আমি পরিপূর্ণ মাংসাশী নই
    আমি পরিপূর্ণ মানব নই
    আমি পরিপূর্ণ দানব নই
    
    তবে সখি, জেনে রাখো-
    আমি পরিপূর্ণ প্রেমিক।
    
    #সখি #কবি #প্রেমিক #ব্যবসায়ী #সাম্যবাদী #পুঁজিবাদী #ধার্মিক #নাস্তিক #ভেগান #মাংসাশী #মানব #দানব
  • স্বীকারোক্তি

    এই যে আমি হারাইয়া যাইতেছি,
    আমারে অসুখে পাইতেছে।
    তুমি তার খোঁজ নিবা না?
    
    তুমিই তো আমার সকল অসুখের,
    সকল হারাইয়া যাওয়ার জন্য দায়ী।
    তোমার এ সব অপরাধের দায় নিবা না?
    
    সখি, আইসিসও তো তাদের অপকর্মের
    দায় স্বীকার করে।
    কেউ জানে না-
    তুমি তো আইসিসের চেয়েও ভয়ঙ্কর।
    
    #সখি #অসুখ #দায়ভার #আইসিস #খোঁজ #অপরাধ #অপকর্ম #ভয়ঙ্কর #দশকিয়া #দশদিগন্ত
  • গালিব ও প্রাক্তন

    প্রেমিকা একদিন প্রাক্তন হয়ে যাবে, এই ভয়ে গালিব আজও প্রেম করলো না।
    এই দেখে নবাব বললো- তা গালিব, প্রেম একটা করেই দেখো না। প্রাক্তন হলে তো প্রেমিকা একা হবে না, তুমিও প্রাক্তন হবে। প্রাক্তন-প্রাক্তনও তো আরেক প্রেম।
    
    এরপর সাহস করে গালিব তার বান্ধবীকে চিঠি লিখলো- প্রিয়, তুমি কি আমার প্রেমিকা হবে?
    ফিরতি চিঠিতে উত্তর এলো - আমরা বহু যুগের প্রেমিক যুগল গালিব, শুধু তোমার প্রাক্তন হয়ে যাওয়ার যে ভয়, তার জন্য আমরা তা প্রকাশ করিনি।
    
    #মির্জাগালিব #প্রাক্তন #প্রেম #চিঠি #বান্ধবী #প্রেমিকা #প্রেমিক
  • তুমিই

    তোমার চোখেই আশ্রয় সখি,
    তোমার চোখেই সর্বনাশ।
    তুমিই আমার কাব্য সখি,
    তুমিই ছাইপাশ।
  • তুমিই

    তুমিই আমার সুরা সখি,
    তুমিই ধুম্রজাল।
    তুমিই আমার আশা সখি,
    তুমিই আমার কাল।
  • তৃষ্ণা

    তব তৃষ্ণায় বুক ফেটে যায় সখি,
    তুমি কবে বৃষ্টি হয়ে ঝড়বে আমার গায়?
    আকুল হয়ে বসে আছি তোমার প্রতীক্ষায়।

    #তৃষ্ণা #সখি #বৃষ্টি #প্রতীক্ষা

  • বাহু

    আন্তর্জালে নয়, জড়াতে চেয়েছিলাম সখি তোমার বাহুতে।
    #একাশশী #দশকিয়া #সখি #আন্তর্জাল #বাহু

  • অন্তরে অন্তরে

    আমার ভিতরে-বাহিরে
    অন্তরে অন্তরে-
    কে যে সেথায় বসত করে
    কে ছড়ি ঘোরায়!
    
    সে কি আমায় ভালোবাসে?
    নাকি শুধু আমাতে
    ডুগডুবি বাজায়?
    
    আমি নিরীহ পাগল আর-
    তাহার চোখে আগুন,
    সে আগুনে এ পাগলকে
    কেন সে পোড়ায়?
  • চলো পালাই

    চলো সখি লকডাউনের এই জেলখানা থেকে দূরে কোথাও পালাই, কুতুবদিয়ায় বা নারিকেল জিঞ্জিরায় গিয়ে সংসার সাজাই।