প্রিয়তমেষু লিরা,
আমাদের এই প্রেমটা ঠিক পয়সার মতো নয় কি?
কাগজে আমরা এর হিসাব করি ঠিকই,
কিন্তু দেনলেনের সময় রাউন্ড ফিগারের নামে বাদ দিয়ে দেই না!
টিকাঃ প্রেমিকার নামার্থে ব্যবহৃত লিরা শব্দটি নেয়া হয়েছে তুরস্কের মূদ্রার নাম “লিরা” থেকে।
প্রিয়তমেষু লিরা,
আমাদের এই প্রেমটা ঠিক পয়সার মতো নয় কি?
কাগজে আমরা এর হিসাব করি ঠিকই,
কিন্তু দেনলেনের সময় রাউন্ড ফিগারের নামে বাদ দিয়ে দেই না!
টিকাঃ প্রেমিকার নামার্থে ব্যবহৃত লিরা শব্দটি নেয়া হয়েছে তুরস্কের মূদ্রার নাম “লিরা” থেকে।
প্রিয়তমেষু লিরা,
আজ খুব প্রয়োজনে সে বার বৈশাখী মেলা থেকে কেনা মাটির ব্যাংকটা ভাঙতে হলো,
ব্যাংক ভেঙ্গে দেখি সেখানে কাগজের কিছু নোটের পাশাপাশি অসংখ্য পয়সা পড়ে আছে।
পয়সাগুলো দেখে আমাদের বিচ্ছেদের সিদ্ধানত নেয়ার দিনটির কথা মনে পড়ে গেলো।
সেদিন তুমি আলাপের শুরুটা করেছিলে এভাবে-
আচ্ছা জয়, আমাদের এই সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলতে পারো?
আমি সেদিন বলতে পারিনি, কিছুই বলতে পারিনি। যা কিছু বলার, সব তুমি একাই বলেছিলে।
নিশ্চয়ই বিরক্ত হচ্ছো? আজ এই অবেলায় তোমাকে এসব লিখছি কেন!
এই ভেবে মেজাজও খারাপ হচ্ছে?
তোমাকে শেষ বারের মতো বিরক্ত করার জন্য ক্ষমাপ্রার্থী।
সেদিন তোমার যে প্রশ্নের উত্তর দিতে পারিনি, আজ সে প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি।
তাই এতো দিন পর আরেকবার তোমাকে জ্বালাতন করা।
আমাদের সম্পর্কটা আসলে মাটির ব্যাংকে জমিয়ে রাখা পুরোনো পয়সা।
যা আমি ন্যায্য মূল্যে কিনলেও আজ কারো কাছে তার কোন মূল্য নেই।
টিকাঃ প্রেমিকার নামার্থে ব্যবহৃত লিরা শব্দটি নেয়া হয়েছে তুরস্কের মূদ্রার নাম “লিরা” থেকে।
প্রেম তো সখি শাঁখের করাত,
আমার দিকে কাটছে দেখে হাসছো তুমি!
তোমার দিকেও কাটছে দেখো চেয়ে
সমান অনুপাত।
তোমাকে দেবী ভেবে পুজো দিতে গিয়ে দেখি
তুমি মানবী,
তোমাকে মানবী ভেবে ঘর বাঁধতে গিয়ে দেখি
তুমি ছবি,
তোমাকে ছবি ভেবে দেয়ালে টাঙ্গাতে গিয়ে দেখি
তুমি কেবলই আমার মনের কল্পনা।
প্রিয়তমেষু,
তুমি এখনো ‘প্রিয়তমেষু’ আছো নাকি পদ্মার ভাঙ্গনে হঠাৎ যেমন গেরস্ত বাস্তুহীন হয়, আমিও তেমন প্রিয়তমেষুহীন প্রাক্তন হয়ে গেছি?
– শিরোনামহীন কোন এক প্রাক্তন।
#প্রিয়তমেষু #পদ্মা #প্রাক্তন #শিরোনামহীন
সভাকবিকে লিখলাম-
গুরু, পদক দেখালেই কি মুদিওয়ালা তেলের দাম ৮৬ টাকা রাখে? চালের দাম ১০ টাকায় খাচ্ছেন তো?
নাকি বাজারে গিয়ে আমাদের মতো নিরীহ দোকানিদের গালমন্দ করে শুন্য হাতে ফিরে আসেন?
উপরোক্ত চিঠিখানার উত্তরে কবি লিখলেন-
পাছা বিক্রী করে ঢের কামিয়েছি বাছা, চালের দর, তেলের দর হাজার ছাড়ালেও সমস্যা হবে না।
ফের চিঠিতে কবিকে জানালাম-
বিক্রয়যোগ্য পাছা নেই গুরু।
#কবি #সভাকবি #চাল #তেল #পাছা #চিঠি
পাগলামী ও ভন্ডামির মোহনা আমি,
আমিই ঈশ্বর ও শয়তানের মিলনস্থল।
গন্ধম ভক্ষণকালে আমিই সেই স্বাক্ষী,
আমিই মানব সভ্যতার স্বর্গচ্যুতির কারন।
আমিই সাধু, আমিই চোর।
আমিই আর্য্য আবার আমিই অসুর।
আমাতেই হাবিল, আমিই কাবীল।
আমার মাঝেই ঈসা আসে, আমাতেই দাজ্জাল।
সখি, আমার ভন্ডামির সব দায় নিয়ে
আমার সাধুতার দাবী ত্যাগ করে
তোমাদের এই সুন্দর শহর ত্যাগ করছি।
তুমি আমার আয়না হও সই,
আমি তোমার ভিতর র’ই।
#আয়না #তুমি #আমি #সই