Category: নোট

  • ওজন

    প্রিয়তমেষু রূহি,

    তুমি হয়তো জানো যে, আত্মার ওজন মাত্র ২১ গ্রাম,

    অথচ, এই ২১ গ্রাম ওজনের আত্মা একটা মানুষের সবচেয়ে দামী সম্পদ।

    ঠিক তেমনই, আমার ভালোবাসার হয়তো কোন ওজনই নেই,

    কিন্তু, এটাই তোমাকে দেয়ার মতো আমার সবচেয়ে বড় সম্বল।

    – নিতান্তই দরিদ্র এক প্রেমিক

    টিকাঃ “রূহি” (روحي) একটি আরবি শব্দ, যা আত্মা বা রূহ (روح) শব্দ থেকে উদ্ভূত। এটি একটি গভীর আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ শব্দ, যা প্রায়শই ভালোবাসা, আত্মিকতা এবং অন্তরের গভীর সংযোগকে প্রকাশ করতে ব্যবহৃত হয়।

  • এক্কাদোক্কা-জীবন

    জীবন হচ্ছে এক্কাদোক্কা খেলার মতো,

    শেষ ঘরে না পৌঁছানো অবধি-

    সকল অর্জনই অনিশ্চিত।

  • রোকসানা

    প্রিয়তমেষু রোকসানা,

    তুমি বিনা এ জীবন তো, হয়ে যাচ্ছে ত্যানাত্যানা।

    – ত্যানা কল্যাণ

  • লিজা

    প্রিয়তমেষু লিজা,

    তুমি পাশে থাকলে গোটা একটা জনম

    না খেয়ে কাটিয়ে দিতে পারবো।

    – ক্ষুধার্ত কল্যাণ

  • গোলাপের গন্ধ

    তাহার জন্য জুতো জোড়া,
    তাহার জন্য কদম গাছের ডাল,
    তাহার জন্য সকাল বেলার-
    পান্তা ভাতে কাঁচা মরিচের ঝাল।

    তাহার জন্য রঙ্গিন সুতো,
    নাটাই ছেঁড়া ঘুড়ি,
    এতো কিছুর পরেও ক্যান-
    মন দিবি না ছুঁড়ি?

    মন দিবি না ভাল কথা-
    ক্যান দেহের লেনাদেনা?
    এতো শহর ঘুরছি আমি-
    খুঁজছি শুধু,
    সেই সে আপনজনা।

    যার বুকে তে মাংস নয়-
    শুধু গোলাপের গন্ধ,
    তারে পেলেই আমার যাত্রা-
    করবো এবার বন্ধ।

  • উপেক্ষা

    ছোটবেলার উপেক্ষিত শাক, ছোট মাছ আর সিনেমার মাঝখানে চলে আসা লম্বা বিরক্তিকর বিজ্ঞাপনের মতো আমাকেও তোমার একদিন খুব প্রিয় মনে হবে।

    কিন্তু ততদিনে তোমার শরীর অতিরিক্ত চর্বির ভাড়ে নুয়ে পড়বে, চোখের জ্যোতি কমে আসবে, সিনেমা কিংবা বিজ্ঞাপন দেখার সময় হারিয়ে যাবে।

    সেই সাথে ভুলে যাবে আমার ইমেইল এড্রেস।

  • রাতের আঁধার

    সখি, দিনের আলোর মতো রাতের আঁধারও সত্য,

    তবু আমরা কেন দিনের আলোকেই কেবল সত্যি মনে করি?

    #সখি #রাত #আঁধার #দিন #আলো #সত্য

  • সিঁদুরে মেঘ

    প্রিয়তমেষু মেঘলা,

    ঘর পোড়া গরু কি সত্যি সিঁদুরে মেঘ দেখে চিনতে পারে?

    – ইতি জয় কল্যাণীয়েষু

    #প্রিয়তমেষু #মেঘলা #ঘর #গরু #সিঁদুর #মেঘ #একলাইনেরচিঠি

  • প্রিয়তমেষু মণি

    তোমাকে নিয়ে আমার কোন কাব্য-

    নেই বলে যে গুরুতর অভিযোগ ছিলো আমার নামে,

    আজ তার হলো অবসান।

    #অভিযোগ #মণি #প্রিয়তমেষু #ত্রিনেত্র #দশকিয়া

  • তোমারে কি ছাড়া যায়?

    তুমি আমারে ছাড়িলা ঠিকই,

    আমি তো তোমারে ছাড়িনি সখি।