Category: নোট

  • ২১শে জুন

    দু পায়ের বুড়ো আঙ্গুল দুটোতে কেমন যেন অনুভূতি হচ্ছে বেশ কিছুদিন ধরেই, রক্ত চলাচল না করলে যেমন হয়।

    সারাদিন শুয়ে-বসে খেলেও পায়ের পাতা দুটো শক্ত হয়ে যাচ্ছে খুব।

    হ্যাঁ, আমি বদলে যাচ্ছি। বদলে যাওয়া যখন অপরাধ, তখন তার সাস্তি মাথা পেতে নিলাম।

    জজ সাহেব, আমার কী সাজা দিবেন?
    মৃত্যু?
    মাধ্যম কী?
    ফাঁসি?

    এটা বড়ই একঘেঁয়ে, কোন এক ২১শে জুন প্রকাশ্য দিবালোকে পল্টন ময়দানে বিশাল ঘটা করে আমার মাথায় পরপর ২১ টা গুলি করলে কেমন হয়?

    হাজার হাজার উৎসুক জনতা দেখবে একজন মানুষের বদলে যাওয়ার সাজা, এদের কেউ এর আগে এমন সাজা দেখে নি, দিকে দিকে আমার নাম ছড়াবে, আপনারও।

    বিবিসি আসবে, সিএনএন আসবে, রয়টার্স আসবে, পরদিন পত্রিকায় ছাপা হবে-
    “ঘরহারা এক যুবকের বদলে যাওয়ার অপরাধের সাজা হিসেবে প্রকাশ্য দিবালোকে ২১টি গুলি করে তার মৃত্যুদন্ত কার্যকর করা হলো”।

    কেউ জানবে না, ২১শে জুন ছিল যুবকের জন্মদিন।

  • তোমার দেয়া আমার কোন নাম ছিল না

    নদীর ওপারে বিস্তীর্ণ ফসলের মাঠ, নদীর কোল ঘেঁষে দুয়েকটা বাড়ী-ঘর।
    আমি যখন গোসল করতে নদীতে যেতাম, অথবা মন খারাপের বিকেলগুলো নদীর সাথে কাব্য করতাম, তখন ওপার থেকে একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতো।

    শেষের দিকে মেয়েটার সাহস বেড়ে যায়, আর লুকিয়ে নয়, প্রকাশ্যে তাকিয়ে থাকে আমার দিকে। ততদিনে খেলা শেষ পর্যায়ে, আমি তল্পিতল্পা গুছিয়ে নিচ্ছি। মেয়েটা আমাকে বলেছিল “ফতুয়াওয়ালা, ভুলে যেও না।”, ফতুয়াওয়ালা নামটা মনে ধরলেও আমি তাকে দেয়ার মত কোন নাম খুঁজে পাই নি, তাকে মনেও রাখি নি আমি।

    আমার মত একজন বাউন্ডুলের কাউকে মনে রাখা সম্ভব না, প্রচন্ড অভিমানে সে অর্ণবকে বললো “ওহে গায়েন, আমায় একটা নামহীন গান লিখে দাও না!”।

    তার জন্য অর্ণব গান বাঁধলো-
    তোমার দেয়া আমার কোন নাম ছিল না, নাম ছিল না।

  • তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ!

    – এই দাঁড়ান, এই তিন দিন কই ছিলেন?
    – কোথাও না।
    – কোথাও না মানে! কোথাও তো ছিলেন।
    – মঙ্গল গ্রহে গেছিলাম, মা-বাবার সাথে দেখা করতে।
    – মঙ্গল গ্রহেই যান আর চন্দ্র গ্রহণেই যান…
    – চন্দ্র গ্রহণে ক্যামনে যায়!
    – মঙ্গল গ্রহে ক্যামনে যায়?
    – মঙ্গল গ্রহ তো একটা গ্রহ, স্থান, রকেটে যাওয়া যায়, আর চন্দ্র গ্রহণ তো সময়, কাল।
    – টাইম ট্রাভেলের কথা শোনেন নাই?
    – ওহ! আচ্ছা, বুঝছি।
    – আপনি বোঝেন বা না বোঝে তা বুঝে আমার কাজ নাই।
    – সেই কাজের কথাটাই বলো, কেউ দেখে ফেল্লে সর্বনাশ হয়ে যাবে।
    – বাকী রইল কই!
    – কী বাকী রইল কই?
    – সর্বনাশ!
    – বুঝি নাই।
    – তোমার চোখে দেখেছি সখা আমার সর্বনাশ!
    – বুঝছি, এবার কাজের কথাটা বলো।
    – নেক্সট টাইম মঙ্গলে যাও আর নেপচুনেই যাও এসে কিন্তু আমাকে পাবে না, আমি অন্য কোন গ্যালাক্সিতে চলে যাব।
    – যাওয়ার সময় মঙ্গলের পাশ দিয়ে যাবে, আমি লাফ দিয়ে উঠে পড়ব, ওকে?
    – ধ্যাঁত, আমি আগেই জানতাম তুমি এমন খারাপ। জেনেশুনে নিজের সর্বনাশটা করলাম! :/

  • পোকারা কি প্রেম করে না?

    এ তোর কেমন রীতি?
    দূরে যাবি চলে; বাড়াইয়া পিরিতি।
    একা একা কান্দুম আমি
    মনে নিয়া তোর স্মৃতি॥

    তোর লাগিয়া পরান কান্দে;
    অন্তর যায় জ্বলে,
    তোর ঘরেও ছড়াবে যে
    আর কিছুদিন হলে॥

    কেন এমন করলি তুই?
    মারিলি প্রেমের ধোঁকায়,
    তবে কি তাই প্রেমের ফল
    খেয়ে নিয়েছে পোকায়!

    পোকারা কি প্রেম করে না?
    নাই কি তাদের অন্তর?
    নাকি আমি একাই বোকা
    তাই ছুঁয়েছি মন তোর!

  • পার্সেল

    একটা হৃদয় পার্সেল করব, ডিএইচএল না ফেডএক্স ভাল হবে?

  • বিল

    বিয়েতে দাওয়াত দিবানা ঠিক আছে…
    রেষ্টুরেন্টের বিলটা তো দিবা…!

  • সাবমেরিন

    প্রেমিকাঃ জান্টুস একটা গান শোনাও।
    প্রেমিকঃ সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দেব…
    প্রেমিকাঃ আমার বান্ধবী লাইলীর প্রেমিক মজনু ভাই লাইলীরে সাবমেরিন কিনে দিছে আর তুমি কিনা আমারে নৌকা দিবা!

  • সখির লম্বা নখ

    ক্লিওপেট্টার যতটা সৌন্দর্যের সুনাম আমার মতে তা অতি রঞ্জণ,
    আমার কাছে বরং সখির লম্বা নখই বেশী সুন্দর।

  • তুমি চাও না কেন

    তুমি চাইলেই বন্ধ করে দেব পদ্মা সেতুর কাজ,
    তুমি চাইলেই ভ্যালেন্টাইন ডে পালন হবে আজ।
    তুমি চাইলেই সাবমেরিন কিনবে বাংলাদেশ,
    তুমি চাইলে সব টিভিতে খবর হবে বিশেষ।

    তুমি চাও না কেন একটি বার হতে আমার,
    তোমায় ছাড়া হবে না তো জীবন পারাপার। [১]

    তুমি চাইলেই পান্থ কানাই ছেড়ে দিবে গান,
    তুমি চাইলেই সংসদ ভেঙ্গে বানাবো উদ্যান।
    তুমি চাইলে আশরাফুল আবার ফিরবে দলে,
    তুমি চাইলে আবার জোয়ার আসবে ফুটবলে।

    তুমি চাও না কেন একটি বার হতে আমার,
    তোমায় ছাড়া হবে না তো জীবন পারাপার।

    [১] লাইন দুটি “প্রিন্স মাহমুদ” এর কথা ও সুরে “এন্ড্রু কিশোর” এর গাওয়া “তুমি চাইলে সাগর হবো” গান থেকে নেয়া।

  • সর্বনাশ

    তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

    “সৎ সঙ্গে সর্গবাস,
    অসৎ সঙ্গে সর্বনাশ।”