আকাশটা ঘোলাটে লাগছে বেশ, বোধহয় বৃষ্টি হবে।
এ বসন্তে বৃষ্টি হবে ভাবতে কেমন যেন লাগছে!
বসন্তে বৃষ্টি মানেই প্রকৃতির অনিয়ম, প্রকৃতি যখন অনিয়ম করে তখন তা খুব ভয়ঙ্কর হয়।
তাই মনে খুব ভয় হচ্ছে, আমার দুঃশ্চিন্তিত চেহারা দেখে ঝর্ণা ভয় পেয়ে ডান বাহুটা আলতো করে জড়িয়ে ধরে বললঃ কি হলো জান? হঠাৎ এমন দুঃশ্চিন্তিত লাগছে কেন তোমাকে?
আমি বললামঃ কেমন যেন বর্ষা বর্ষা লাগছে না? বসন্তে বর্ষা খুব খারাপ।
হঠাৎ করেই ঝর্ণা আমার হাত ছিটকে দিয়ে বললঃ আমি এইটুকুই জানতে চেয়েছিলাম, বর্ষাপুর সাথে তোমার কী রিলেশন শুনি?
উনি তোমার সব ব্যপারে নাক গলান কেন? আর তুমিই বা তাতে বাঁধা দাও না কেন? কই? কি হলো? উত্তর দাও!
ঝর্ণা বলেই যাচ্ছে আর বলেই যাচ্ছে… আমার কানে তা যেন প্রবেশ করছে নাম আমি আকাশের দিকে তাকিয়ে ভাবছি…
“বসন্তে বর্ষা খুব ভয়ঙ্কর…”
Category: নোট
-
প্রকৃতি ও অনিয়মের গল্প
-
একটা সন্ধ্যা চাই
প্রতিদিন সন্ধ্যার পরে যখন ডিএমপিআই এর সামনের রাস্তা দিয়ে রিক্সায় চড়ে আসি, তখন নিম গাছগুলোর নিচে জুটি বাঁধা প্রেমিক-প্রেমিকাদের চটপটি খাওয়া দেখে সত্যিই হিংসা হয়।
সখি, এসো একটা সন্ধ্যা প্রেম করি,
তারপর না হয় ভুলেই গেলে! -
এক সন্ধ্যার প্রেম
প্রিয়তমেষু মালিহা,
এসো একটা সন্ধ্যা প্রেম করি, তারপর না হয় ভুলেই গেলে।
– জয় কল্যাণীয়েষু -
দেখা হবে প্রিয়
প্রিয়তমেষু স্বর্ণলতা,
প্রেম যদি মোর সত্যি হয়; দেখা হবে সুনিশ্চয়।
– জয় কল্যাণীয়েষু -
এতো সময় কই!
আমার দিনাজপুর প্রীতি বহু পুরাতন, প্রোটেস্ট্যান্ট প্রীতি আরো পুরাতন।
তার উপর মেয়ে দেখতে শ্রী কৃষ্ণের গায়ের রঙ এর যে বিবরণ দেয়া হয়, সেই রঙ এ রাধার রুপ।
একটা মোহ লাগা কাজ করে, স্থির কোন ছবি তৈরী করতে পারবেন না হৃদয়ে। ঠিক এই কারনে মেয়েটার চেহারা আমার এখন মনে পড়ছে না, নামটাও মনে নাই আর।
মেয়ের সাথে আমার পরিচয় ওর এক বান্ধবীর মাধ্যমে, তো, বান্ধবীরে দিয়া একবার প্রেমের প্রস্তাব দিলাম। মেয়ে কোন রেসপন্স দেয় নাই দেখে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েষ্ট দিলাম, তাও রেসপন্স নাই। শেষে পরপর বেশ কয়েক দিন ম্যাসেঞ্জারে গুতানির পর হোয়াটসএ্যাপ এ নক দিলাম।
এতো কিছুর পরও যখন রেসপন্স করতেছে না, তখন সিদ্ধান্ত নিলাম ওর কলেজে যাবো একদিন, তাও যদি রেসপন্স ভাল না আসে তাহলে আমার এতো ঠেকা লাগে নাই তার সাথে প্রেম করাই লাগবে, তখনও আমার ইন প্যারালাল ২টা গার্লফ্রেন্ডকে সময় দেয়া লাগে, নতুন আরেকটা গার্লফ্রেন্ডকে সময় দিতে বহু শিডিউল পরবির্তনের ঝামেলা আছে, এতো কিছুর সময় কই! -
হৃদয় ছুঁয়ে দেখলে না!
আমার হাত ছুঁয়ে দেখলে,
কপাল-ঠোঁট তা’ও ছুঁয়ে দেখলে,
সখি, একবার হৃদয় ছুঁয়ে দেখলে না! -
কবি
এসব রমনীরা আমাদের প্রতিটি মূহৃর্তকে কেড়ে নেয়,
আমাদের চিন্তা-চেতনা-
অবশেষে ছুঁড়ে ফেলে আস্তকুঁড়ে।আজ যে ছেলেটা মেধাবী-
কাল সে হয়ে যায় মাদক সেবি,
এভাবেই রমনীরা আমাদের
অনুভূতি গুলো কেড়ে নেয়।
আমাদের হাসি-কান্না।।অবশেষে ছুঁড়ে ফেলে গহীন শুণ্যে,
আজ যে ছেলেটা সবচেয়ে সুখী-
কাল সে হয়ে যায় দুঃখ ফেরারী।যে ছেলেটা ডাক্তার হবে-
সেই হয় তো হয়ে গেলো রফিক আজাদ।এভাবেই বেড়ে চলে কবিদের ভীড়,
এভাবেই হয়তো আমরা সুনীলদের ভীড়ে মিশে যাই। -
পাপী
ছেলে- তুমি যদি সাথে থাকো, সখি জাহান্নামে যেতে রাজী।
মেয়ে- আমারে তোর মত পাপী মনে হয়? -
মুখোমুখি
দুই কাপ কফি
আবার হবে সখি,
আবার কোন দিন
তুমি-আমি আর সন্ধ্যা মুখোমুখি। -
প্রতীক্ষা
প্রিয়তমেষু প্রতীক্ষা,
তোমাকে পেয়ে গেলে পাওয়া হয়ে যাবে সব, পানসে হয়ে যাবে এ বেঁচে থাকা।
– প্রতীক্ষমান জয় কল্যাণীয়েষু